ইসলামাবাদ: হ্যাক হয়ে গেল পাকিস্তানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইট। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল জানিয়েছেন, ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসছে। এটি ভারতের হ্যাকারদের কাজ বলে সন্দেহ করছে পাকিস্তান।


ফয়সল আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট ওয়েবসাইটটি খুলতে পাকিস্তানে কোনও সমস্যা হচ্ছে না। কিন্তু সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও নেদারল্যান্ডসে এই ওয়েবসাইট খোলা যাচ্ছে না। তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।