ইসলামাবাদ: হ্যাক হয়ে গেল পাকিস্তানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইট। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল জানিয়েছেন, ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসছে। এটি ভারতের হ্যাকারদের কাজ বলে সন্দেহ করছে পাকিস্তান।
ফয়সল আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট ওয়েবসাইটটি খুলতে পাকিস্তানে কোনও সমস্যা হচ্ছে না। কিন্তু সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও নেদারল্যান্ডসে এই ওয়েবসাইট খোলা যাচ্ছে না। তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।
পাকিস্তানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইট হ্যাক
Web Desk, ABP Ananda
Updated at:
17 Feb 2019 07:01 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -