ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে উষ্ণতা বাড়ালেন সানি লিওন
সংবাদমাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়া-- সানি লিওন সর্বত্র বিরাজমান।
পর্ন ছবির দুনিয়া থেকে মূলস্রোতের সিনেমা-- বিস্তর সফর করেছেন সানি লিওন।
সানি লিওনের অতীতের সঙ্গে ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার নাম জড়িয়ে রয়েছে।
সানির অভিনীত সাম্প্রতিকতম ছবি ‘তেরা ইন্তেজার’। মুক্তির অপেক্ষায় ‘টোটাল ধামাল’।
শাহরুখ খান অভিনীত ছবি ‘রইস’-এ তাঁকে আইটেম সং ‘লায়লা ও লায়লা’-তে দেখা গিয়েছে। গানটি এতটাই বিপুল জনপ্রিয়তা লাভ করে যে তা ২০১৭ সালের সেরা হিট গান হয়।
‘জিসম-২’ ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন সানি লিওন। সেই থেকে প্রায় এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি এক মেয়েকে দত্তক নিয়েছেন ৩৬ বছরের সানি লিওন।
১১ মিলিয়নের বেশি ফলোয়ার থাকা সানির আলাদা করে পরিচিতির প্রয়োজন নেই।
আগের কয়েকটি ছবিতে দেখতে পাবেন কোটি কোটি হৃদয় জয় করা সানি লিওনের নতুন আগুন লাগানো ছবি...