কলকাতা: তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলে কপ্টার দুর্ঘটনার (Helicopter Clash) আঁচ পড়ল তারকা জুটি ভিক-ক্যাটরিনার বিয়েতেও (Vicky-Katrina Wedding)। সূত্রের খবর, দুর্ঘটনার খবর পাওয়ার পরই, বারওয়ারা দুর্গের আলো অর্ধেক নিভিয়ে দেওয়া হয়। সঙ্গীতও বাজতে থাকে মৃদু লয়ে। জমকালো বিয়ের বেশ কিছু অনুষ্ঠানও কাটছাঁট করে দেওয়া হয়। 


কুন্নুরে বিমান দুর্ঘটনা। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই ছবিটা নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর তাই গত কয়েকদিন ধরে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে উপলক্ষ্যে, রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টের আলোর রোশনাই, লেজার শো সহ উন্মাদনা-উৎসবের যে ছবি দেখা যাচ্ছিল, তা হঠাৎই পাল্টে যায়। বুধবার বিকেলের পর সেখানেও এক অদ্ভুত নীরবতা। যেন ভাঙা হাট। সূত্রের খবর, বুধবার বিকেলের পর বারওয়ারার সিক্স সেন্সেস দুর্গের ৫০ শতাংশ আলো নেভানো হয়েছে। সঙ্গীতও বাজতে শুরু করে মৃদু লয়ে। জমকালো বিয়ের বেশ কিছু অনুষ্ঠানও কাটছাঁট করে দেওয়া হয়। কপ্টার দুর্ঘটনায় আচমকা চলে যাওয়া, প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ, বিপিন রাওয়াতের সঙ্গে, হাইভোল্টেজ বিয়ের পাত্র ভিকি কৌশলের যে আলাদা সম্পর্ক ছিল।


আরও পড়ুন: 'Sooryavanshi' Special Screening: কলকাতার প্রেক্ষাগৃহে পুলিশ বাহিনী নিয়ে বিশেষ স্ক্রিনিং 'সূর্যবংশী'র


আগেই দেখা গিয়েছিল সেই ছবি, সস্ত্রীক বিপিন রাওয়াতের সঙ্গে ভিকি কৌশল, ইয়ামি গৌতম। আরও এক ছবি দেখা যায়। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে হাসিমুখে বিপিন রাওয়াত (Bipin Rawat), তাঁদের মুখোমুখি ভিকি কৌশল ও ইয়ামি গৌতম। সার্জিকাল স্ট্রাইক নিয়ে তৈরি ‘উরি’ ছবি রিলিজের সময়, বিপিন রাওয়াতের বাড়িতে গিয়েছিল সিনেমার পুরো ইউনিট। ভিকি কৌশল, ইয়ামি গৌতমদের সঙ্গে ছবি নিয়ে আড্ডা দেন তৎকালীন সেনপ্রধান। 


‘উরি’ রিলিজের পর আরও বেশি করে প্রচারে আসেন, ভিকি কৌশল। একসময় বিপিন রাওয়াত বলেছিলেন, 'যুদ্ধনায়কদের নিয়ে বলিউডের আরও বেশি করে সিনেমা বানানো উচিত।' সার্জিকাল স্ট্রাইক নিয়ে ছবির মধ্যে দিয়ে বলিউডে আলাদা করে প্রতিষ্ঠা পেয়েছিলেন ভিকি কৌশল। আরও হয়তো এমন বহু সিনেমা তৈরি হবে। কিন্তু, আর হাসিমুখে দেখা যাবে না জেনারেল বিপিন রাওয়াতকে।