নয়াদিল্লি: সম্প্রতি অস্কার (Oscars 2023) জিতে ভারতে ফিরেছেন প্রযোজক (Indian Producer) গুণীত মোঙ্গা (Guneet Monga)। দেশে ফিরেই অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple) আশীর্বাদ নিতে গেলেন গুণীত। সঙ্গে করে নিয়ে গেলেন অস্কার ট্রফিটিও। 


স্বর্ণমন্দিরে অস্কার হাতে গুণীত মোঙ্গা


স্বর্ণমন্দিরে প্রার্থনা সারলেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' প্রযোজক গুণীত মোঙ্গা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সানি কপূর ও তারকা শেফ বিকাশ খন্না। ইনস্টাগ্রামে গুণীতের স্বর্ণমন্দিরে যাওয়ার একগুচ্ছ ছবি পোস্ট করেন বিকাশ খন্না।  সেখানেই দেখা যায়, গুণীতের হাতে ধরা অস্কারের ট্রফি এবং তিনি প্রার্থনা করছেন। সেখানে তাঁকে লঙ্গর তৈরি করতেও দেখা যায়। 


 






বিকাশ ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আপনি যখন আপনার পূর্বপুরুষদের সম্মান উৎসর্গ করেন। আমাদের শক্তি নম্রতা এবং ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ গুণীত।' অপর একটি ভিডিওয় দেখা যায় গুণীত মোঙ্গাকে স্বর্ণমন্দিরে নিয়ে যাচ্ছেন বিকাশ খন্নার মা। 


 






এবার ভারতে এসেছে জোড়া অস্কার। প্রথমেই দেশের মাটিতে অস্কার এনেছে 'সেরা ডক্যুমেন্টারি শর্ট ফিল্ম' (Best Documentary Short Film) বিভাগে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। ভারতীয় এই তথ্যচিত্র প্রকৃতির সঙ্গে মানুষ ও প্রাণীর সম্পর্ককে প্রতিষ্ঠা করেছে এত সুন্দরভাবে যে তা ইতিমধ্যেই সকলের মন জয় করেছে। 


আরও পড়ুন: Kapil Sharma: ডেলিভারি বয়দের জন্য 'জ্যুইগাটো'র বিশেষ স্ক্রিনিং, মুহূর্ত ভাগ করলেন কপিল শর্মা


দুই মহিলার হাত ধরে প্রথম অস্কার ভারতে এল এবার। কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves) পরিচালিত, গুণীত মোঙ্গা (Guneet Monga) প্রযোজিত ছবিটি এই বিভাগে ভারতে প্রথম অস্কার এনে ইতিহাস গড়েছে। অস্কারের 'বেস্ট ডকুমেন্টারি শর্ট' বিভাগে এর আগে ১৯৬৯ সালে মনোনীত হয়েছিল 'দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট' (The House That Ananda Built) ও ১৯৭৯ সালে মনোনীত হয়েছিল 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস' (An Encounter With Faces)। এরপর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' হচ্ছে এই বিভাগে ভারত থেকে মনোনীত তৃতীয় ছবি।