১২ বছর পর পেপসিকো-র সিইও পদে আর থাকছেন না ইন্দ্রা নূয়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Aug 2018 06:45 PM (IST)
নিউইয়র্ক: পেপসিকোর সিইও পদে আর থাকছেন না ইন্দ্রা নূয়ি। এক দশকেরও বেশি সময় দায়িত্বভার সামলানোর পর সরছেন অক্টোবরে। তবে কোম্পানির সঙ্গে ২০১৯ পর্যন্ত তিনি থাকবেন চেয়ারম্যান হিসেবে। গত ১২ বছর ধরে মার্কিন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি পেপসিকো-র সিইও পদে গত ১২ বছর ধরে রয়েছেন তিনি। দীর্ঘ ২৪ বছর এই কোম্পানিতেই রয়েছেন তিনি। আগামী ৩ অক্টোবর সিইও পদ থেকে সরে যাবেন ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নূয়ি। কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। কোম্পানির প্রেসিডেন্ট রামন লেগুয়ের্তাকে নূয়ীর উত্তরসূরী বেছে নিয়েছে বোর্ড অফ ডিরেক্টর্স। বাণিজ্য জগতের অন্যতম সেরা প্রভাবশালী হিসেবে নূয়ি এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতে বেড়ে উঠেছি। এ রকম একটা অসাধারণ কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে বলে কোনওদিন কল্পনাও করতে পারিনি’। তাঁর ট্যুইট- ‘গত ১২ বছরে যে সম্প্রদায়কে আমরা সেবা করি তার সঙ্গে জড়িতদের স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ আমরা সফলভাবে করেছি, তার জন্য আমি গর্বিত’।