কলকাতা: 'ইন্দু'-তে বিয়ে আর 'ইন্দু ২'-তে বিধবা নায়িকা! প্রকাশ্যে এল ইশা সাহা (Ishaa Saha) অভিনীত ওয়েব সিরিজের নতুন প্রোমো। ২০ জানুয়ারি 'হইচই' (Hoichoi)-এর প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ইন্দু' -র নতুন সিজন। ইশা ছাড়াও এই সিরিজে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee)-কে। এছাড়াও দেখা যাবে মানালি দে (Manali Dey)-কে।
এই ওয়েব সিরিজের গল্পের শুরু হয়েছিল ইন্দু ওরফে ইন্দ্রাণীর বিয়েকে ঘিরে। বিয়ে নিয়ে একের পর এক রহস্যময় ঘটনা যেন ইন্দুকে টেনে নিয়ে যায় তাঁর শ্বশুরবাড়িতে। বিয়ের জন্য রাজি হয় ইন্দু। কিন্তু শ্বশুরবাড়িতে এসেও চলতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। আর সেই সব ঘটনার সমাধান সূত্র না বলেই শেষ হয়ে যায় ইন্দু। সেই অসমাপ্ত গল্পের সমাধানই হবে 'ইন্দু ২'-তে ।
ইতিমধ্যেই যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে চমক হিসেবে রয়েছে ইন্দুর বৈধব্য। এর আগের সিরিজেই দেখানো হয়েছিল, সদ্য বিয়ে হয়েছে ইন্দুর। তার বিয়ের সকাল থেকেই শুরু হয়েছিল গল্প। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিধবার বেশে ইন্দু! সাদা শাড়িতে ইশার লুক ট্রেলারে চমক তো বটেই ।