মুম্বই: বলিউডে দীর্ঘ কেরিয়ার বিপাশা বসুর (Bipasha Basu)। কমেডি থেকে সিরিয়াস, সমস্ত ধরনের ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি 'জিসম'-এর মতো ছবিতেও অভিনয় করে ঝড় তুলেছেন অনুরাগীদের মনে। সদ্যই গিয়েছে তাঁর জন্মদিন। আর জন্মদিনে প্রকাশ্যে আনলেন কেরিয়ারের শুরুর দিকের কিছু গল্প। যেখানে তাঁকে বহু মানুষ 'অ্যাডাল্ট কনটেন্টে' কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। 


'অ্যাডাল্ট কনটেন্টে' কাজ না করার পরামর্শ প্রসঙ্গে বিপাশা বসু-
সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী বিপাশা বসু কথা বলেন তাঁর কেরিয়ারের শুরুর দিকের প্রসঙ্গে। যখন তিনি পূজা ভট্টের থ্রিলার 'জিসম'-এ কাজ করেন। জানান, ২০০০ সাল নাগাদ সকলে বিশ্বাস করত যে, 'অ্যাডাল্ট কনটেন্টে' কাজ করতে পারেন না কোনও তারকা। বিপাশাকেও তেমনই পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নিষেধে কান দেননি অভিনেত্রী। বরং, তিনি নিজেই মহেশ ভট্টর কাছে গিয়ে ওই ছবিতে কাজ করার কথা বলেছিলেন। বিপাশা বলছেন, 'আমার সেইসময়ের ম্যানেজার এবং ইন্ডাস্ট্রির আরও অনেকে আমার কাছে এসে বলেছিল যে, কেন তুমি এই ছবি করছ? এটা তো আত্মহত্যা করার মতো। আমি বলেছিলাম, আমি একজন প্রাপ্তবয়ষ্ক। আর অনুভব করি হিন্দি ছবিতেও এমন কনটেন্ট আসা দরকার। যে চরিত্রে আমি অভিনয় করছি, তা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। অভিনীত চরিত্র মেয়েটিকে নিয়ে আমিও কৌতুহলী।'


আরও পড়ুন - Ranbir-Alia Updates: কন্যা রাহার ছবি না তোলার আবেদন রণবীর-আলিয়ার


বিপাশা বসু আরও বলছেন, 'এখনও পর্যন্ত এমনটা ধারণা রয়েছে যে, নায়কোচিত চরিত্রে নায়িকারা অভিনয় করতে পারবে না। ছবিতে মেয়েটিকে সুন্দর হতে হবে। একটা দুর্দান্ত ডান্স নাম্বার থাকবে। আর নায়কের ভালোবাসার চরিত্রে অভিনয় করতে হবে। একটা ভালো চরিত্রে অভিনয় করার জন্য নায়িকাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। 'সেক্সি' শব্দটার সঙ্গে মানুষ সেভাবে সহজাত ছিল না। এই শব্দটাকে খারাপভাবে দেখা হত। আজও হয় কোথাও কোথা। তবে, আমার মনে হয়, এটা একটা চারিত্রিক বৈশিষ্ঠ্য, এটা একটা শব্দ, যার সঙ্গে সহজাত হওয়া দরকার। আমি তো সেক্সি ঠাকুমাও হতে চাই।'


প্রসঙ্গত, সদ্যই গিয়েছে বিপাশা বসুর জন্মদিন। আর তার কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন দেবী। জন্মদিনে দেবীকে নিয়ে বিশেষ পোস্ট করেন অভিনেত্রী। অন্যদিকে, বিপাশার জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা পাঠাতে দেখা গিয়েছে করণ সিংহ গ্রোভারকে।