মুম্বই: চলচ্চিত্র নির্মাতা ও ‘খতরোঁ কে খিলাড়ি ৯’-এর হোস্ট রোহিত শেট্টির সাম্প্রতিক সিনেমা ‘সিম্বা’ বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়ছে।রণবীর সিংহ ও সারা আলি খান অভিনীত এই সিনেমার সাফল্য উদযাপনে প্রযোজক কর্ণ জোহর তাঁর বাসভবনে আয়োজন করলেন সাকসেস পার্টির। সিনেমার কলাকুশলীরা ছাড়াও ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুদের জন্য এই পার্টির আয়োজন করেছিলেন কর্ণ। আর সেই পার্টিতে ছিলেন রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, রোহিত শেট্টি, সারা আলি খান, অজয় দেবগন, কাজল, অক্ষয় কুমার, অয়ন মুখোপাধ্যায়, সোনু সুদ, কমল খেমু, গনেশ আচার্য, মণীশ মালহোত্রর মতো তারকারা।
৭ ডিসেম্বরের সেই পার্টির কিছু ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ছবি ও ভিডিওতে সিনেমার প্রধান অভিনেতা রণবীর সিংহকে কর্ণ এবং সোনু সুদ ও সিম্বার অন্যান্য টিম মেম্বারদের সঙ্গে ডান্স ফ্লোর মাতাতে দেখা গিয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু ছবি ও ভিডিও:
সিনেমার শিল্পী বৈদেহী শ্রিঙ্গারপুরে,নন্দু মাধব, উদয় টিকেকর, সিদ্ধার্থ যাদবদেরও পার্টিতে দেখা গিয়েছে।