নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে বিশ্বের ১ নম্বর বোলার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্ত একেবারেই না-পসন্দ নেটিজেনদের একাংশের। বিশ্বকাপের আর মাত্র পাঁচ মাস বাকি। এই অবস্থায় দলের সেরা পেস অস্ত্রকে ম্যাচ প্র্যাকটিশ থেকে দূরে রাখার সিদ্ধান্তের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচে বুমরাহকে বিশ্রাম দিয়েছে বোর্ড। এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে পেসারের কাজের বোঝাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। বুমরাহর জায়গায় দলে নেওয়া হয়েছে হায়দরাবাদের মিডিয়াম পেসার মহম্মদ সিরাজকে।
সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চার ম্যাচে ২১ উইকেট নিয়েছেন বুমরাহ। এ ক্ষেত্রে অজি অফ-স্পিনার নেথান লায়নও সমসংখ্যক উইকেট নিয়েছেন। চার টেস্টের ওই সিরিজে বুমরা মোট ১৫৭.১ ওভার বোলিং করেছেন, যা যে কোনও ফাস্ট বোলারের চেয়ে বেশি।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, বুমরাহর কাজের বোঝার কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের আগে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার প্রয়োজন অনুভূত হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে তাঁর জায়গায় দলে আসছেন মহম্মদ সিরাজ।
কিন্তু বোর্ডের এই যুক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশর কাছে আদৌ গ্রহণযোগ্য হয়নি। তাঁরা ট্যুইটের মাধ্যমে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কেউ কেউ নিউজিল্যান্ডের সাম্প্রতিক ফর্মের উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন, গত ২২ ম্যাচের মধ্যে ১৫ টিতেই জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। তাঁদের মতে, এটা ঠিকই যে, বুমরাহকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে এই বিশ্রাম না দিয়ে আইপিএলে তাঁকে বিশ্রাম দেওয়া দরকার ছিল বলে তাঁরা মন্তব্য করেছেন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার কারণে বিশ্বকাপের আগে বুমরাহ শুধু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলবেন।