‘মুন্না ভাই ৩’-র শ্যুটিং শুরু হবে চলতি বছরেই, জানালেন আর্শাদ ওয়ার্সি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jan 2019 11:06 PM (IST)
মুম্বই : সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি বছরের ‘মুন্নাভাই’ সিরিজের সিনেমার তৃতীয় কিস্তির শ্যুটিং শুরু হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন আর্শাদ ওয়ার্সি। রাজকুমার হিরানি পরিচালিত এই সিরিজের সিনেমা এক অমায়িক বাহুবলীর কাহিনী ঘিরে আবর্তিত। এই চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্তকে। বিপুল জনপ্রিয় এই সিনেমায় মুন্নাভাইয়ের শাগরেদ সার্কিট। এই চরিত্রে দেখা গিয়েছ আর্শাদ ওয়ার্সিকে। এই সিকোয়েলের আগের দুটি সিনেমায় হাসপাতালগুলির অবস্থা ও দেশে গাঁধীবাদী আদর্শকে তুলে ধরা হয়েছিল। মুন্নাভাই সিকোয়েলের তৃতীয় পর্ব সম্পর্কে প্রশ্ন করা হলে আর্শাদ ওয়ার্শি বলেছেন, আমি যতদূর জানি, চিত্রনাট্য প্রস্তুত। আমি রাজুর কাছ থেকে জেনেছি যে, সিনেমার শ্যুটিং চলতি বছরেই শুরু হবে, হয় মাঝামাঝি অথবা বছরের শেষের দিকে। চিত্রনাট্যের কাজ চলছে। এখনও পর্যন্ত আমি আর সঞ্জুই সিনেমায় অভিনয় করছি বলে ঠিক আছে। ‘মুন্না ভাই এমবিবিএস’ ২০০৩-এ মুক্তি পেয়েছিল। তিন বছর পর মুক্তি পেয়েছিল ‘লাগে রহো মুন্না ভাই’। এবার ব্যবধানটা এক দশকেরও বেশি।