মুম্বই: কমেডির জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন বীর দাস (International Emmy Awards 2023)। নেটফ্লিক্স কমেডি শো স্ট্যান্ডআপ স্পেশাল 'বীর দাস: ল্যান্ডিং ' জিতল সেরার শিরোপা। বিশ্ব দরবারে ভারতের সম্মান আরও বাড়িয়ে দিলেন তিনি। 






 এই মুহূর্তটি সত্যিই অবিশ্বাস্য : বীর দাস


বীর দাস বলেছেন,'এই মুহূর্তটি সত্যিই অবিশ্বাস্য তাঁর জন্য। এই সম্মান কেন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে তাঁর। কমেডি ক্যাটাগরিতে এমি পুরস্কার শুধু আমার জন্য নয়, সামগ্রিকভাবে ভারতীয় কমেডির জন্য এই মাইলফলক।' তিনি আরও বলেছেন, বীরদাস : ল্যান্ডিং পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এক মুহূর্তে। গোটা বিশ্বে এই ছবিটি ছড়িয়ে পড়তে দেখে খুব আনন্দ হচ্ছে', বলে নেটফ্লিক্সকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।


এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল বলিউড অভিনেত্রী শেফালি শাহর


অপরদিকে, এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল বলিউড অভিনেত্রী শেফালি শাহর। নেটফ্লিক্সে দিল্লি ক্রাইম-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন শেফালি।মূলত, ২০১২ সালের দিল্লি গণধর্ষণ নিয়ে দিল্লি পুলিশের তদন্তের উপর দিল্লি ক্রাইম সিরিজ তৈরি করা হয়েছিল। সম্প্রতি জলসা, হিউম্যান, ডার্লিংস ছবিতেও তাঁর অভিনয় প্রশংসাযোগ্য।  তবে এবার হার মানলেন মেক্সিকান অভিনেত্রী কার্লা সুজার কাছে। দ্য ডাইভ ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রী কার্লা সুজাকে পুরষ্কার দেওয়া হয়। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন দ্য ড্রিমার বিকিং কারেন ব্লিক্সেন এবং কনি নিলসেন। তবে দেশের মুখ উজ্জ্বল করলেন একতা কাপুর। ভারতীয় টেলিভিশনে তাঁর অবদানের জন্য, এমিতে বিশেষ সম্মান পেলেন একতা। পাশাপাশি কমেডির জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতে ভারতের মুকুটে নতুন পালক জুড়লেন বীর দাস। 


আরও পড়ুন, টিমইন্ডিয়াকে নিয়ে সোশ্যাল পোস্ট অমিতাভ-র, মন খুললেন বিগ বি


শুধু শেফালি নয় পাশাপাশি এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল জিম সর্ভের


তবে শুধু শেফালি নয় পাশাপাশি এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া হল জিম সর্ভের হাত থেকেও। মার্টিন ফ্রিম্যান জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার দ্য রেসপন্ডার-র জন্য। রকেট বয়েজের জন্য মনোনয়ন পেয়েছিলেন জিম। মূত রকেট বয়েজে জিম-কে দেখা গিয়েছে ভারতের পারমাণবিক পদার্থবিদ হোমি ভাবার ভূমিকায়। অভয় পান্নু পরিচালিত ছবিটি দেখতে পাওয়া যাবে সোনি লাইভ-এ ।