মুম্বই: ক্রিকেট বিশ্বকাপে ভারতের হারের পর আবেগঘন ট্যুইট অমিতাভ বচ্চনের (Amitabh Bachachan)। সম্প্রতি তিনি বলেছিলেন, ভারতীয় ক্রিকেট দল সবসময় জয়ী হয়, যখন তিনি তাঁদের ম্যাচ না দেখেন ! মূলত প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। তাই প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। মুখ নিচু করেই ক্রিজ থেকে ড্রেসিং রুমের দিকে দলের সঙ্গে হাঁটা দেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের এই হারে অনেকেরই ভিজেছে চোখ। তবে এবার টিমইন্ডিয়াকে নিয়ে সোশ্যালে গর্বপ্রকাশ করেছেন বিগ বি।
'প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য'
মূলত গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকলেও, ফাইনালে বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারল না এবারও টিম ইন্ডিয়া।ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যদিও এই কঠিন সময়ের মাঝেই টিমইন্ডিয়ার পাশে থাকার বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য। বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। আজ এবং সর্বদা আমরা তোমাদের পাশে আছি।'
ফিরল কি জোহানেসবার্গের ছায়া ?
প্রসঙ্গত, সেইবার জোহানেসবার্গে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। মূলত ২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। স্বাভাবিকভাবেই তাই এবার বাড়তি পারদ চড়েছিল। প্রহর গুণেছিল গোটা ভারত। কিন্তু শেষ অবধি খালি হাতেই ফিরতে হল ক্রিকেট প্রেমীদের।
আরও পড়ুন, ভারতের হারের পর 'বিরুষ্কা'-র আবেগঘন ছবি ভাইরাল, অনুরাগীরা বললেন..
অপরদিকে, বলিউড অন্যান্য সেলিব্রিটিরাও টিম ইন্ডিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন। আয়ুষ্মান খুরানা লিখেছেন, আপনারা সবাই সবসময় মনে রাখবেন ক্রিকেট বিশ্বকাপে সবাই ভাল খেলেছে। আয়ুষ্মান খুরানা আরও লিখেছেন, 'আপনারা সবসময় মনে রাখবেন যে, ভালো খেলেছেন! পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডাও বিশ্বকাপে হারের পরে সোশ্যালে টিম ইন্ডিয়ার জন্য একটি নোট লিখেছেন। তিনিও টিম ইন্ডিয়াকে স্যালুট জানিয়েছেন। সুরকার অমিত ত্রিবেদী একটি দীর্ঘ পোস্ট লিখেছেন,'মেন ইন ব্লুকে শক্তিশালী হওয়ার জন্য শুভকামনা জানাই।'এর আগে, কাজল এবং অজয় দেবগন ম্যাচের জন্য তাদের ভালবাসা ভাগ করে নেন এবং টিম ইন্ডিয়াকে জানিয়েছেন শুভকামনাও।