নয়াদিল্লি: সুশান্ত সিংহ যাদবের অকাল মৃত্যুতে বলিউড সহ গোটা দেশে শোকের ছায়া। শুধু রুপোলি পর্দা নয়, আত্মহত্যা করে মাত্র ৩৪ বছরে জীবনের দৌড় থামিয়ে দেওয়া এই অভিনেতার একাধিক বিষয়ে আগ্রহ ছিল। প্রায় ৫০টা উইশ লিস্ট ছিল তাঁর। মেধাবী ছাত্র সুশান্তের গভীর আগ্রহ ছিল তারাদের নিয়ে। নিজের ফ্ল্যাটে বসিয়েছিলেন টেলিস্কোপ। রাতের আকাশের তারাদের গতিবিধি নজরে রাখতেন তাতে চোখ রেখে। জ্য়োতির্বিদ্যা, কোয়ান্টাম ফিজিক্স নিয়েও ঘাঁটাঘাঁটি করতেন। বলিউডি তারকার এহেন মহাকাশ-প্রীতির কথা পৌঁছেছিল ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির কাছে।

তারা নিজেদের সরকারি ট্যুইটার হ্যান্ডলে সুশান্তের মতো একজন মহাকাশ অনুরাগীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। বলেছে, সুপরিচিত ভারতীয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর চাঞ্চল্যকর খবরে গভীর শোকাহত আমরা। তিনি এসটিইএম শিক্ষার কট্টর সমর্থক ছিলেন, তাতে বিশ্বাস করতেন, সোস্য়াল মিডিয়ায় ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটিকে ফলোও করতেন। ২০১৯ এর গ্রীষ্মে ইউনিভার্সিটির সেন্ট্রাল ক্যাম্পাস সফরের আমন্ত্রণ গ্রহণও করেছিলেন, যদিও অন্য় অগ্রাধিকার চলে আসায় তিনি আর স্ট্র্যাসবোর্গ আসতে পারেননি। আমাদের সমবেদনা, প্রার্থনা রইল সুশান্ত সিংহ রাজপুত, তাঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি। ভারত ও সারা দুনিয়াব্যাপী তাঁর অনুরাগীদের মনে চিরকাল অম্লান থাকবে তাঁর স্মৃতি।
অনেক স্বপ্ন অপূর্ণ রেখে চলে যাওয়া সুশান্তকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, পরিচালক শেখর কপূরও। সোনচিড়িয়া ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন মনোজ। সুশান্তের ব্য়তিক্রমী নানা বিষয়ে গভীর কৌতূহল, কোয়ান্টাম ফিজিক্সের প্রতি তীব্র আকর্ষণ, মানুষের সুশান্তের বিভিন্ন দিক নিয়ে দুজনে ইনস্টাগ্রামে কথা বলেছেন।