এক্সপ্লোর
Advertisement
বাবার ফিটনেস ট্রেনারের সঙ্গে প্রেম করছেন আমিরের মেয়ে ইরা!
জানা গিয়েছে, আমির খানের মহাবালেশ্বর ফার্ম হাউস ছুটি কাটাতে গিয়েছিলেন দুজনে। নূপুরের মা রিনা দত্তের সঙ্গেও দেখা করেছেন ইরা। একসঙ্গে দিওয়ালি পালন করেছেন তাঁরা।
মুম্বই: সম্পর্ক ভেঙে গিয়েছিল গত ডিসেম্বরে। সেই যন্ত্রণা কাটিয়ে উঠলেন আমির কন্য়া ইরা খান। ফের প্রেমে জড়ালেন জনপ্রিয় এই স্টার কিড। বাবা আমির খানের ফিটনেস কোচ নূপুর শিকরের সঙ্গে এবার সম্পর্কে জড়ালেন তিনি।
বি টাউনের অন্দরের খবর অনুযায়ী, লকডাউনেই দুজনেই ঘনিষ্ঠ হন। গত ৬ মাস ধরে তাঁরা ডেট করছেন করে বলে খবর। লকডাউন পর্বেই দুজনের বন্ধন দৃঢ় হয়।সোশাল মিডিয়ায় নূপুরের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন ইরা। জানা গিয়েছে, আমির খানের মহাবালেশ্বর ফার্ম হাউস ছুটি কাটাতে গিয়েছিলেন দুজনে। নূপুরের মা রিনা দত্তের সঙ্গেও দেখা করেছেন ইরা। একসঙ্গে দিওয়ালি পালন করেছেন তাঁরা।
স্টার কিডদের মধ্য়ে অত্য়ন্ত জনপ্রিয় আমির কন্য়া ইরা খান। বলিউডে এখনও ডেবিউ করেননি তিনি। তবে সোশাল মিডিয়ায় বেশ অ্য়াক্টিভ তিনি। গত বছর ডিসেম্বরে মিউজিক কম্পোজার মিশালের সঙ্গে ব্রেকআপ ইরার। বছর ২৩ এর ইরা সে খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন। মিশাল এবং ইরা দুজনেই নতুন জীবন খুঁজে নিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement