৫২ বছর বয়সি ইরফান নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার কারণেই তিনি এই শো ছাড়তে বাধ্য হলেন বলে জানিয়েছেন। তিনি এই শোয়ের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর আধিকারিক বিজয় সুব্রহ্মণ্যম জানিয়েছেন, ‘যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গরমিন্ট-এ আর অভিনয় করবেন না ইরফান খান। এই শোয়ের সঙ্গে যুক্ত সবাই এই খবরে দুঃখিত। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আমরা প্রার্থনা জানাচ্ছি।’ স্বাস্থ্যের অবনতি, অ্যামাজন ভিডিও সিরিজ থেকে সরে দাঁড়ালেন ক্যান্সার আক্রান্ত ইরফান খান
Web Desk, ABP Ananda | 16 Aug 2018 04:38 PM (IST)
মুম্বই: স্বাস্থ্যের অবনতি হওয়ায় অ্যামাজন ভিডিও সিরিজ ‘গরমিন্ট’ থেকে সরে দাঁড়ালেন ইরফান খান। তিনি নিজেই ফেসবুক পোস্টে এই ঘোষণা করেছেন। এই অভিনেতা লিখেছেন, ‘অ্যামাজন ভিডিও সিরিজ মিনিস্ট্রি, যেটা এখন গরমিন্ট নামে পরিচিত, সেটা এখন আমার অন্যতম প্রিয়। কয়েকমাস ধরে শ্যুটিং করার পর আমার বর্তমান শারীরিক অবস্থা বুঝতে পেরেছি। ব্যথিত হৃদয়ে আমি জানাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে এই শোয়ে অভিনয় করা সম্ভব হবে না।’