শ্যুটিং চলছে রাজস্থানের উদয়পুরে। অলিতে গলিতে হেঁটে হেঁটে ঘুরছেন ইরফান। আবার কখনও স্কুটার চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিউরো এনডোক্রাইন টিউমারকে হারিয়ে দেওয়া অভিনেতার ছবি।
২০১৭ সালে মুক্তি পায় ইরফানের হিন্দি মিডিয়াম। অংগ্রেজি মিডিয়াম তারই সিকোয়েল।
তাঁর মেকআপ দেখেই বোঝা যাচ্ছে, এই ছবিতে তিনি সাধারণ মধ্যবিত্তের ভূমিকায় রয়েছেন। উদয়পুরের পর ছবির বাকি শ্যুটিং হবে লন্ডনে। ইরফানের রোগের কারণে শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়। এতদিনে কাজ শুরু হলেও ফার্স্ট শিডিউল কবে শেষ হবে এখনও জানা যায়নি।