কলকাতা: শেষবারের মতো বড়পর্দায় ঝলমল করে উঠবেন ইরফান খান (Irrfan Khan)। মুক্তি পেল অভিনেতার শেষ সিনেমা, 'দ্য সঙ অফ ক্সরপিয়নস' (The Song of Scorpions)-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিয়ে আবেগপ্রবণ হলেন ইরফান-পুত্র বাবিল। 

তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে মুক্তি পাবে ইরফান খান অভিনীত শেষ ছবি। এই ছবিটি পরিচালনা করেছেন অনুপ সিংহ (Anup Singha)। ২০২০ সালে মৃত্যু হয় ইরফানের। ১৯৮৮ সালে 'সেলাম বম্বে' (Salaam Bombay) ছবির হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। এরপর একের পর এক দুর্দান্ত সমস্ত কাজ উপহার দিয়েছেন দর্শকদের। দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন পর্দার 'পান সিংহ তোমর'। তাঁর মনে রাখার মতো কাজগুলির মধ্যে ছিল,

'পান সিংহ তোমর': পান সিংহ তোমর একজন ডাকাতের জীবনী, যিনি একবার এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। নাম ভূমিকায় ইরফানের অভিনয় সকলকে মন্ত্রমুগ্ধ করেছিল। এই ভূমিকার জন্য ব্যাপক শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

'পিকু': যদি বলা হয় 'পিকু' ছবিটি ইরফান খান ও দীপিকা পাড়ুকোন উভয়ের জন্যই মনে রাখার মতো ছবি, তাহলে খুব বেশি বলা হবে না। রানা চৌধুরীর চরিত্রে ইরফান একেবারে যথাযথ। এক ব্যবসায়ী, যে কিনা মূল চরিত্রের জীবনে স্থিরতা নিয়ে আসে। দীপিকা বা অমিতাভ বচ্চনের মতো 'স্ক্রিন প্রেজেন্স' তাঁর নেই এই ছবিতেই, কিন্তু তাঁর অভিনয় এতই প্রকট যে তাঁকে এড়িয়ে যাওয়া কঠিন।

'অংগ্রেজি মিডিয়াম': প্রয়াত অভিনেতার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'অংগ্রেজি মিডিয়াম'। ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ এই ছবি মুক্তি পায়। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন সফর দর্শক ভীষণ ভালবেসেছিলেন। তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেন রাধিকা মদন। এছাড়াও ছিলেন করিনা কপূর খান, দীপিকা ডোব্রিয়াল, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ।

'লাইফ অফ পাই': ইরফান খানের বিশ্বজোড়া খ্যাতি হওয়ার পিছনে যে ছবির বিশাল অবদান, তা হল 'লাইফ অফ পাই'। দুর্দান্ত গল্প, তা বলার ধরন, দারুণ ভিস্যুয়ালের পাশাপাশি এই ছবির বড় উপাদান ইরফান খানের অভিনয়। কোনও চরিত্রকে সাবলীলভাবে দর্শকের সামনে কীভাবে তুলে ধরতে হয়, সেই মুন্সিয়ানা তাঁর রন্ধ্রে রন্ধ্রে ছিল।

আরও পড়ুন: Salman Khan-Karan Johar: ২৫ বছরের দূরত্ব মিটিয়ে ফের একসঙ্গে সলমন-কর্ণ? আগামী ঈদে আসছে নতুন ছবি