মুম্বই: দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবার রুপোলি পর্দায় ফিরছেন ইরফান খান। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’। ছবির পরিচালক হোমি আদাজানিয়া সম্প্রতি শ্যুটিংয়ের সেট থেকে শেয়ার করেছেন ইরফান খানের একটি ছবি। ছবিতে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে ৫২ বছরের অভিনেতাকে।

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে ইরফানের চরিত্রের নাম ‘ছম্পক’। ছবিতে শ্যুটিংয়ের মাঝে একটি স্কুটারে বসেই হাসতে দেখা যায় ইরফানকে, আর সঙ্গে রয়েছেন পরিচালক স্বয়ং। ছবির সঙ্গে পরিচালক লেখেন, ‘জীবনকে অনেকটা বেশী ভালো লাগে তখন, যখন একটু হাসা যায়।’ সঙ্গে তিনি ইরফানের অভিনয় ক্ষমতারও প্রশংসা করেছেন।



এর আগে 'ককটেল' বা 'ফাইন্ডিং ফানি'-র মতো ছবির পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া।

লন্ডনে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন ইরফান। বিরল নিউরোডক্রিন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরে আসার পর ‘আংরেজি মিডিয়াম’-এর হাত ধরেই আবার সিনেমায় ফিরছেন ইরফান।

ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন করিনা কাপূর, রাফিকা মদন। ছবির শ্যুটিং হচ্ছে উদয়পুরে।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবির সেট থেকে নিজের একটি ছবি শেয়ার করেন ইরফান। একজন মিষ্টি বিক্রেতার চরিত্র করছেন তিনি।





২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হিন্দি মিডিয়াম’ ছবিটির সিক্যুয়াল এই ‘আংরেজি মিডিয়াম’। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজন। উদয়পুর ছাড়াও লন্ডনে হবে এই ছবির শ্যুটিং। ইরফানের প্রত্যাবর্তনে খুশি তাঁর ভক্ত থেরে শুরু করে গোটা বলিউড।