মুম্বই: কয়েকদিন আগে টুইটে বিরলতম রোগে আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করা এবং পরে কঠিন অসুখ সম্পর্কে সকলকে নিজেই জানানো, পুরোটাই এক অদ্ভূত নির্লিপ্ততার সঙ্গে করেছেন ইরফান খান। দিন কয়েক আগে নিজেই ইরফান জানান তাঁর নিউরো এন্ডোক্রিন টিউমার হয়েছে। বিদেশ যাবেন চিকিতসার জন্যে। এবার লন্ডন থেকে একটি ইমোশনাল পোস্ট লিখলেন ইরফান। তাঁর ওই পোস্ট থেকে একটা বিষয় পরিষ্কার তিনি এই কঠিন পরিস্থিতির মধ্যে ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছেন। তিনি জানেন, ঈশ্বরই তাঁকে এই বিপদ থেকে মুক্তি দেবেন। রেনার মারিয়া রিলকের একটি কবিতার কথা উল্লেখ করে ইরফান লেখেন
তাঁর আগের টুইটগুলিও রয়েছে এখানে