ইরফান খান কোনও আয়ুর্বেদ চিকিৎসককে দেখাচ্ছেন না, জানালেন তাঁর মুখপাত্র
ABP Ananda, Web Desk | 24 Mar 2018 01:05 PM (IST)
মুম্বই: শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য এখন লন্ডন রয়েছেন অসুস্থ ইরফান খান। তাঁর নিউরোএন্ডোক্রাইন টিউমারের সেখানে আয়ুর্বেদ মতে চিকিৎসা চলছে। যদিও তাঁর মুখপাত্র অস্বীকার করেছেন এ খবর। জল্পনা চলছিল, লন্ডনে ইরফান দেখাচ্ছেন বৈদ্য বলেন্দু প্রকাশ নামে কোনও আয়ুর্বেদ চিকিৎসককে। কিন্তু তাঁর মুখপাত্র বলেছেন, ওই চিকিৎসককে ইরফান একবার ফোন করেন ঠিকই কিন্তু তা ছাড়া তাঁদের আর কোনও কথা হয়নি, চলেনি চিকিৎসাও। কারও অসুস্থতাকে ব্যবহার করে নিজস্ব জনপ্রিয়তা বাড়ানো ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধি অন্যায় বলে ওই মুখপাত্র মন্তব্য করেছেন। ইরফানের ব্যাপারে প্রকৃত কিছু জানতে হলে তাঁর বা তাঁর স্ত্রীর বিবৃতির জন্য সকলের অপেক্ষা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বৈদ্য বলেন্দু প্রকাশ নামে ওই চিকিৎসক প্যাংক্রিয়াটাইটিস ও মাইগ্রেন সংক্রান্ত সমস্যায় ভোগা স্টিভ জোবসের চিকিৎসা করেছেন। ইরফান ও তাঁর পরিবারেরও এর আগে তিনি চিকিৎসা করেছেন বলে খবর।