নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওতে যে নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ, সেই ঘটনার জবাবি হামলায় পাকিস্তানের দর্পচূর্ণ করে দিয়েছে ভারত। কাশ্মীরের পহেলগাঁতে জঙ্গি হামলা হয়েছিল গত ২২ এপ্রিল। বেছে বেছে খুন করা হয়েছে ২৫ জন হিন্দু পর্যটককে। একজন নিরীহ ঘোড়সওয়ার বাধা দিতে গিয়েছিলেন বলে, তাঁকেও খুন করে জঙ্গিরা। তবে বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করা হয়েছিল এই ঘটনায়। মহিলা বা শিশুদের কোনও ক্ষতি করা হয়নি। কেবল তাঁদের সাক্ষী রাখা হয়েছিল এই নারকীয় ঘটনার। আর এই ঘটনার পরে প্রমাণিত হয়ে গিয়েছিল, পাকিস্তানের জঙ্গি যোগ। এর ঠিক ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, এই হামলায় পাকিস্তানের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। বেছে বেছে কেবলমাত্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। আর এবার, সেই হামলার গল্পই উঠে আসবে বড়পর্দায়!
আজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে 'অপারেশন সিঁদুর' নিয়ে তৈরি হতে চলা ছবির প্রথম পোস্টার। সেই পোস্টারের ওপরে দেখা যাচ্ছে, অপারেশন সিঁদুর কথাটি লেখা। সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন সিঁদুরের যে ছবিটি শেয়ার করে নেওয়া হয়েছিল, তার দ্বিতীয় 'O'-এর মধ্যে রয়েছে একটি সিঁদুর কৌটো ও তার চারিদিকে সিঁদুর ছড়িয়ে রয়েছে। তার নিচে দেখা যাচ্ছে সেনার পোশাক পরিহিত একজন মহিলা। সে তার নিজের কপালে সিঁদুরের টিপ পরছে। নিকি ভিক্কি ভগনানী ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ারের তরফে নাকি তৈরি করা হবে এই ছবি। ছবিটির পরিচালনা করবেন উত্তম নীতিন।
সেলিব্রিটি ফটোগ্রাফার মানব মঙ্গলানি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার পোস্টারটি শেয়ার করেছিলেন। তবে কিছুক্ষণ পরে তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তবে পোস্টারটি যতক্ষণ ছিল, তার মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। পোস্টারে লেখা ছিল, 'ভারত মাতা কি জয়'। এই পোস্টার ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে যেমন এই উদ্যোগের প্রশংসা করেছেন, অনেকে আবার লিখেছেন, 'এখনও অভিযান শেষ হয়নি। এই মধ্যেই ছবি ও ঘোষণা করা হয়ে গেল!'
তবে সিনেমাটি আদৌ তৈরি হচ্ছে কি না, বা সেই ছবিতে কে কে অভিনয় করবেন সবটা নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে।