কলকাতা: ফের কি নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Amir Khan)? দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে আমিরের। কিন্তু তারপরেও দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। তবে এবার কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। তবে এ নিয়ে মুখ খুলতে চাননি আমির খান। প্রকাশ্যে আনতে চাননি তাঁর নতুন প্রেমিকার পরিচয়ও।
কিছুদিন আগেই 'দঙ্গল' ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। শোনা গিয়েছিল, তাঁরা নাকি প্রেম করছেন। আর সেই কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। তবে এখন জানা যাচ্ছে, ফতিমা সানা শেখ নন, আমিরের মনের মানুষ অন্য কেউ। ইতিমধ্যেই নাকি সেই নারী আমিরের পরিবারের সঙ্গে আলাপ সেরে নিয়েছেন। আমিরের সেই প্রেমিকা নাকি বেঙ্গালুরু নিবাসী। তবে এখনও জনসমক্ষে প্রেমিকাকে আনতে চান না আমির খান বা তাঁর পরিবার। সেই কারণেই এ নিয়ে মুখ খুলতে চান না তাঁরা। ফিল্মফেয়ার সূত্রের খবর, ফের প্রেমে পড়েছেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।
এর আগে অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমিরের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দুস্তান’ -এ অভিনয় করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আইরার বাগদানের সময়ও হাজির থেকেছিলেন ফতিমা। সারাদিন আনন্দ করেছিলেন। তবে ইরার বিয়ের সময় দেখা যায়নি ফতিমা সানা শেখকে। আর সেখান থেকেই অনেকে আন্দাজ করে নিয়েছিলেন আর সম্পর্ক নেই ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের। আর এবার, নতুন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আমিরের।
কিছুদিন আগে, রিয়া চক্রবর্তীর একটি শো-তে এসে তিনি জানিয়েছিলেন, তাঁর বয়স এখন ৫৯। এই বয়সে নতুন করে সব কিছু শুরু কর সম্ভব হবে কি না তা তিনি অবশ্যই নিশ্চিত নন। পাশাপাশি তিনি এও জানান যে এখন বিয়ে করলে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। আমিরের মতে বর্তমানে তাঁর জীবনে প্রচুর সম্পর্ক রয়েছে। তিনি ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে শুরু করেছেন। পাশাপাশি কাজ তো রয়েছেই। সব মিলিয়ে আমির একজন ভাল মানুষ হতে চান। রিয়া এর পরে মজা করে বলেন যে তিনি এমন বিবৃতি জারি করবেন কি না যে আমির খান তাঁর বিয়ের জন্য পাত্র খুঁজছেন? এর উত্তরে আমির হেসে তাঁকে বারণই করেন।
আরও পড়ুন: Rupsha Chatterjee: বাবা-মা হলেন রূপসা-সায়নদীপ, কোলে এল পুত্র না কন্যাসন্তান?