কলকাতা: রূপসা আর সায়নদীপের দীর্ঘ অপেক্ষার অবসান। কোল আলো করে এল সন্তান। পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বাবা হলেন সায়নদীপ। বিয়ের ১ বছরের মধ্যেই বাবা মা হয়েছেন তাঁরা। আর তা নিয়ে তাঁদের কটাক্ষও কম শুনতে হয়নি। তবে সেই সমস্ত কিছুকে থোড়াই কেয়ারই করেছেন রূপসা আর সায়নদীপ। সন্তান আসার অধীর অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে অপেক্ষা ফুরল। ছেলে হয়েছে রূপসা আর সায়নদীপের। গত ২৬ জানুয়ারিই পুত্রসন্তান এসেছে রূপসা আর সায়নদীপের কোলে। দিন কয়েক পরেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিলেন তাঁরা। 

বিয়ের একমাস পরেই সুখবর দিয়েছিলেন রূপসা। মা হতে চলেছেন তিনি। এরপরেও কখনোই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছবির প্রচার.. সব জায়গাতেই প্রকাশ্যে এসেছেন রূপসা। কখনও তাঁকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি গানের তালে নাচ করছেন, কখনও আবার তিনি ছবির প্রচার করছেন। সদ্য মুক্তি পাচ্ছে 'বিনোদিনী' ছবিটি। আর সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপসা। সেই ছবির প্রচারেই সদ্য প্রকাশ্যে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন সায়নদীপ। সেখানে এসে, ছবি নিয়ে কথা বলেছিলেন তিনি।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যে ফটোশ্যুট প্রকাশ্যে এসেছিল, সেখানে দেখা গিয়েছিল, রূপসার পরণে হালকা নীল ডেনিম। চওড়া কালো হেয়ারমব্যান্ডে ঢাকা কপাল। সাদা শার্টের ফাঁকে উঁকি দিচ্ছে উন্মুক্ত বেবিবাম্প। সঙ্গে রয়েছেন সায়নদীপ। চারিপাশে ছড়ানো রয়েছে বেলুন। আর কখনও সেই বেলুন নিয়ে ফটেশ্যুট করছেন তাঁরা। কখনও আবার বেবিবাম্পকে ঘিরে এঁকে দিচ্ছেন হৃদয়ের চিহ্ন। সোশ্যাল মিডিয়ায় এই ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে রূপসা লিখেছিলেন, 'মাতৃত্বের উদযাপন করছি।' এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কোনও নেতিবাচক কথায় এই সময়ে কান দিতে চান না তিনি। কেবলমাত্র নিজের ও নিজের সন্তানের ভালটাই ভাবতে চান। রূপসা জানিয়েছেন তাঁর সঙ্গে রয়েছে তাঁর পরিবার। আর এবার, তাঁদের জীবনে শুরু হল নতুন অধ্যায়। এখন বাবা মা হিসেবে দায়িত্বপালন করবেন রূপসা ও সায়নদীপ। এবিপি লাইভের তরফ থেকে নতুন বাবা মাকে অনেক শুভেচ্ছা।