নতুন ছবিতে পারিশ্রমিক ১১ কোটি! ফাঁস করায় দীপিকার ওপর চোটলেন বনশালি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2016 10:08 AM (IST)
মুম্বই: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায় একটি খবর নিয়ে। বলিউডের এইমুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে বনশালির আগামী ছবি পিরিয়ড ড্রামাতে অভিনয়ের জন্যে নায়িকাকে ১১ কোটি টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়েছেন সঞ্জয় লীলা বনশালি। যা কার্যত ২০১৪-এ রামলালীয় দীপিকা যা পেয়েছিলেন তার থেকে এগারো গুন বেশি। কিন্ত এই সবকিছুর মধ্যে দীপিকার ওপর বেজায় চটেছেন বনশালি। বনশালির দাবি, দীপিকার মতো অভিনেত্রী এই পারিশ্রমিক পাওয়ার যোগত্যা অবশ্যই রাখেন। তিনি প্রতিদিন তাঁর অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধও করছেন, এবং প্রতিটা ছবিতে নিজেকে কয়েকগুন করে উন্নতও করছেন দীপিকা। কিন্তু বনশালির আপত্তি এভাবে প্রকাশ্যে দীপিকা তাঁর ছবির পারিশ্রমিক নিয়ে কথা বলায়। বনশালির মতো পরিচালক নিজের ছবির অভিনেতা-অভিনেত্রী প্রসঙ্গেও মুখ খুলতে নারাজ। সেখানে ছবিতে তিনি তাঁর অভিনেতাদের কত টাকা পারিশ্রমিক দিচ্ছেন, সেবিষয় কোনওভাবেই কেউ মুখ খুললে তিনি মারাত্মক বিরক্ত হন। সূত্রের খবর, বনশালি দীপিকাকে কড়া ভাষায় জানিয়েও দিয়েছেন, এব্যাপারে কোনও কথা বলা চলবে না।