নয়াদিল্লি: বক্স অফিসে এখন 'গদর ২'-এর (Gadar 2) রমরমা। বাকি ছবিও ব্যবসা করছে ঠিকই তবে নতুন রেকর্ড গড়ে চলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেলের (Ameesha Patel) ছবি। আর এই আবহেই শোনা যাচ্ছিল একটি সিক্যুয়েলের সাফল্যের পর 'বর্ডার ২' (Border 2) নিয়ে আসবেন অভিনেতা। তবে সত্যিই কি তৈরি হচ্ছে 'বর্ডার ২' নাকি গোটাটাই গুঞ্জন?
এবার আসছে 'বর্ডার ২'?
বলিপাড়ায় জোর গুঞ্জন। 'গদর ২' ছবির সাফল্যের পর সানি দেওল নিয়ে আসতে চলেছেন 'বর্ডার ২'। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিজেই। তারকা অভিনেতা নিজেই জানালেন যে তিনি কোনও নতুন ছবি সই করেননি। আপাতত 'গদর ২' ছবির সাফল্যই উপভোগ করছেন তিনি।
প্রসঙ্গত, 'গদর ২' ভারতের মাটিতেই ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দ্বিতীয় উইকেন্ডে ঐতিহাসিক আয় 'গদর ২' ছবির।
দ্বিতীয় সপ্তাহান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে ছিল প্রভাসের 'বাহুবলী ২'। তবে সেই স্থান হাতছাড়া হল প্রভাসের ছবির। 'বাহুবলী ২' দ্বিতীয় সপ্তাহান্তে ৮০.৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার তাকে সরিয়ে শীর্ষে উঠল 'গদর ২', ব্যবসার পরিমাণ ৯০.৪৭ কোটি টাকা। বিশ্ববাজারে এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।
ছবির সাফল্যের সঙ্গে স্বস্তির খবর সানি দেওলের ব্যক্তিগত জীবনেও। রবিবার জানা যায়, সানি দেওলের বকেয়া ৫৬ কোটি টাকা পুনরুদ্ধারের জন্য তাঁর জুহুর বাংলো বাড়ি বিক্রি করা হচ্ছে। সূত্র মারফত খবর মেলে, ২৫ অগাস্ট জুহুর সম্পত্তির ই-নিলাম করা হবে। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে 'ব্যাঙ্ক অফ বরোদা'র কাছে ৫৫.৯৯ কোটি টাকা লোন বকেয়া ছিল গুরদাসপুরের সাংসদের।
আরও পড়ুন: Sunny Deol Bungalow: স্বস্তির খবর! সানি দেওলের বাংলোর নিলাম নোটিস প্রত্যাহার করা হল ব্যাঙ্কের তরফে
এই আবহে আজ সোমবার ব্যাঙ্কের তরফে একটি বিবৃতি জারি করা হয়, সেখানে বলা হয়েছে, 'মিস্টার অজয় সিং দেওল ওরফে মিস্টার সানি দেওলের বিক্রয় নিলাম নোটিস সংক্রান্ত ই-নিলাম নোটিসের সংশোধনী প্রযুক্তিগত কারণে প্রত্যাহার করা হয়েছে।' রবিবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে জুহু অভিনেতার যে সম্পত্তি রয়েছে, 'সানি ভিলা', তার নিলাম শুরুই হবে ৫১.৪৩ কোটি টাকা থেকে। সর্বনিম্ন বিডিং অ্যামাউন্ট রাখা হয় ৫.১৪ কোটি টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন