'তারকাদের হুমকি ফোন', বলিউড থেকে তোলাবাজির ছক আইএস-এর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2016 02:05 PM (IST)
মুম্বই: বলিউড থেকে টাকা তোলার ছক আইএস জঙ্গিদের। এমনকি গোপন সূত্রে খবর বিভিন্ন বলিউড তারকাকে হুমকি দিয়ে ফোনও করছে আইএসআইএস জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা জানুদ-উল-খালিফা-হিন্দ। এমনকি এরজন্যে তারা মুম্বইয়ের শহরতলি অঞ্চল যেমন মালাড বা চিরাগনগর থেকে বিভিন্ন মুসলিম তরুণদের মৌলবাদী হতে অনুপ্রেরণাও যোগাচ্ছে। যদিও এই খবরকে একেবারেই প্রাথমিক বলে দাবি করেছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার দত্তরায় পদসালগিকার। তিনি আরও বলেছেন তাঁদের কাছে এখনও কোনও বলিউড তারকাই এসে সেভাবে কোনও অভিযোগ জানাননি। জানালে, তাঁরা নিশ্চয়ই তাঁদের সবধরনের নিরাপত্তা দেবেন এবং যোগ্য ব্যবস্থা নেবেন। মুম্বইয়ের শহরতলি এলাকার তরুণদের মৌলবাদী হয়ে যাওয়ার প্রবণতা প্রসঙ্গে পুলিশ কমিশনার মত, তাঁদের সমাজের প্রতিটা স্তরের এবং ধর্মের মানুষের সঙ্গে যথেষ্ট ভাল জনসংযোগ রয়েছে। এমন কোনও খবরকে এইমুহূর্তে গুরুত্ব দিতে নারাজ মুম্বই পুলিশ।