কলকাতা: ২২ বছর বাদে হৃতিক রোশন কি আবার ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে ফিরছেন? কর্ণ জোহরের সঙ্গে নতুন সমীকরণ তৈরি হয়েছে তাঁর? এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলিউডে। আর এমন প্রশ্ন ওঠার পিছনে ঘোরতর কারণও রয়েছে। কী সেই কারণ? 


হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ এখন তাঁর ছায়াসঙ্গীনী। হৃতিক যেখানেই যান, সাবা সবসময় তাঁকে সঙ্গ দেন। বিদেশে ঘুরতে যাওয়াই হোক বা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা, হৃতিক আর সাবা ফোটোশিকারিদের ক্যামেরা বন্দি হন প্রায়শই। সম্প্রতি হৃতিক সাবাকে নিয়ে মুম্বইয়ের জুহুতে একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন। আর সেই সিনেমাটি ছিল কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। সূত্রের খবর, ১৬০ কোটি টাকা বাজেটের এই ফিল্মটি মুক্তির পর ১ মাসের মাথায় ভারতীয় বক্স অফিসে ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। ওভারসিজ মিলিয়ে ছবিটির মোট ব্যবসা প্রায় ৩৪০ কোটি টাকা। হৃতিক ছবিটি মুক্তির প্রায় ১ মাস বাদেই দেখতে গেলেন মাল্টিপ্লেক্সে।


 আরও পড়ুন...


ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস



হৃতিক সাবাকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে ফ্রেমবন্দি হয়েছেন। এই খবরে কোনও নতুনত্ব নেই। হৃতিক সিনেমা দেখতে ভালবাসেন।বলিউডের পাশাপাশি হলিউডের নানা ছবিও তিনি মাল্টিপ্লেক্সেই দেখতে যান। কিন্তু এবার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখতে গিয়েই চর্চায় এসেছেন তিনি। কারণ এটি কর্ণ জোহরের সিনেমা। ২২ বছর আগে পরিচালক কর্ণ জোহরের দ্বিতীয় সিনেমা কভি খুশি কভি গম-এ শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কাজল, করিনা কপূর এবং জয়া বচ্চনের সঙ্গে তিনিও অভিনয় করেছিলেন। তবে এরপরে কর্ণ জোহরের প্রযোজনা বা পরিচালনায় আর কোনও ছবিতে দেখা যায়নি হৃতিক রোশনকে। আর এই বিষয়টি নিয়েই একসময় প্রচুর গুঞ্জন উঠেছিল বলিউডে। কর্ণ জোহরের ছবিতে কেন হৃতিককে দেখা যায় না? কর্ণের সঙ্গে কি হৃতিকের সুসম্পর্ক নেই? এমনই নানা প্রশ্ন উঠেছিল। রকি অউর রানি কি প্রেম কাহানি দেখার পর হৃতিক রোশন সোশাল মিডিয়ায় লিখেছেন, ' আমি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখলাম। এই ছবিকেই আক্ষরিক অর্থে বলা যায় ইন্ডিয়ান
এন্টারটেনার। খুবই যত্ন নিয়ে বানানো হয়েছে ছবিটি। ছবিটি আমার খুবই পছন্দ হয়েছে। ছবিটির চিত্রনাট্য,অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সবকিছুই অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে পরিবেশিত হয়েছে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' বড় পর্দার জন্যই বানানো।'


হৃতিক কর্ণ জোহরের ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেও সাবা আজাদ কিন্তু এই ছবিটিকে ঘিরে কোনও মন্তব্য করেননি সোশাল মিডিয়ায়। তবে কর্ণ জোহরের নজরে এসেছে হৃতিকের সোশাল মিডিয়া পোস্ট। তিনি হৃতিকেরডাকনাম, ডুগু সম্বোধন করেই তাঁর উদ্দেশ্যে লিখেছেন ,ডুগু, অনেক ধন্যবাদ তোমায়। ভালবাসা রইল।'


সোশাল মিডিয়ায় কর্ণের প্রশংসায় হৃতিকের পোস্ট, তারপর পাল্টা কর্ণের জবাব দেখে নেটিজেনরা আলোচোনা শুরু করে দিয়েছেন এর নেপথ্য কারণ নিয়ে। তাহলে কি আগামীতে কোনও ছবির জন্য কর্ণ জোহরের সঙ্গে হাত মেলাতে চলেছেন হৃতিক রোশন? আবার ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে ফিরছেন হৃতিক?বলিউড এখন কর্ণ আর হৃতিকের এই সোশাল মিডিয়া সমীকরণ নিয়েই উত্তাল। তবে নেপথ্যে আদৌ কোনও নতুন ছবির সম্ভাবনা রয়েছে কিনা, তার উত্তর সময়ই দেবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial