মুম্বই: 'বাহুবলী ২:দ্য কনক্লিউশনে'র বিশাল সাফল্যের পর বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের থেকে বহু প্রস্তাব পেয়েছেন প্রভাস। তারপর শোনা যায় ধর্মা প্রডাকশন, কর্ণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে বলিউডে পা রাখছেন প্রভাস। কিন্তু সাম্প্রতিক এক কানাঘুষোয় শোনা যাচ্ছে, কর্ণ প্রভাসকে বলিউডে আনছেন না, আর তার কারণ হিসেবে বলা হচ্ছে বিশাল পারিশ্রমিক দাবি করেছেন দক্ষিণী তারকা। প্রায় কুড়ি কোটি টাকা। সেই অঙ্ক দিতে এইমুহূর্তে রাজি নন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর।



সূত্রের খবর, এতটা বিশাল অঙ্ক দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও কখনও দাবি করেননি। বাহুবলী তারকা প্রভাস এই অঙ্ক দাবি করতেই পারেন, কিন্তু সেটা বলিউড এখনই তাঁকে দিতে রাজি নন। হয়তো কর্ণের আজকের এই টুইটটি বাহুবলী তারকাকে লক্ষ্য করেই লেখা

আপাতত সুজিথ রেড্ডির 'সাহু' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভাস। 'সাহু'তে প্রভাস ছাড়াও রয়েছেন, শ্রদ্ধা কপূর, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদী, টিনু আনন্দ এবং অরুণ বিজয়।