মুম্বই: এখনও অষ্টাদশী বলেই মনে হয় তাঁকে। বয়সকে বশ মানানোই নয় শুধু, কার্যত থামিয়ে রেখেছেন তিনি। কিন্তু সেই মালাইকা অরোর (Malaika Arora) বয়স (age) নিয়েই এ বার প্রশ্ন উঠছে। খাতায় কলমে নিজেকে ৪৯ বছর বয়সি বলেই দেখান তিনি। মালাইকাকে দেখে যদিও ৫০-এর দোরগোড়ায় বলে মনে হয় না কারও। কিন্তু পুরনো একটি ভিডিওই (old video viral) ধন্দে ফেলে দিয়েছে সকলকে।
মালাইকা অরোরার 'বয়স বিভ্রাট'
বেশ কয়েক বছর আগে পরিচালক সাজিদ খানকে সাক্ষাৎকার দিয়েছিলেন মালাইকা। সেখানে প্রাক্তন স্বামী আরবাজ খানের (Arbaaz Khan) সঙ্গেই হাজির হয়েছিলেন তিনি। কথায় কথায় বয়সের কথা উঠলে, আরবাজের থেকে বয়সে বড় হওয়ার কথা মেনে নেন মালাইকা। নেটমাধ্যমে পুরনো সেই সাক্ষাৎকারের ভিডিও ফিরে এসেছে। আর তাকে ঘিরেই তৈরি হয়েছে ধন্দ।
কারণ সলমন খানের ভাই আরবাজের বয়স ৫৫ বছর বলেই খাতায় কলমে উল্লেখ রয়েছে। পুরনো ওই সাক্ষাৎকারে জানা যায়, আরবাজের থেকে বছর দুয়েকের বড় মালাইকা। সেই নিরিখে বর্তমানে মালাইকার বয়স হওয়া উচিত ৫৭ বছর। তাই আচমকা মালাইকার বয়স কমে ৪৯ হয়ে গেল কী করে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
যদিও বয়স নিয়ে কোনও কালেই ছুঁৎমার্গ ছিল না মালাইকার। আরবাজের সঙ্গে বিবাহিত সম্পর্কে বয়স কোনও ভাবে প্রভাব ফেলেছে কিনা, জানতে চেয়েছিলেন সাজিদ। কিন্তু ওই সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, বয়সে ছোট কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুফলও রয়েছে। তিনি বিষয়টিকে উপভোগই করেন। মালাইকার এমন 'থোড়াই কেয়ার' আচরণ মুগ্ধ করেছিল সাজিদকেও।
কিন্তু হঠাৎ করে মালাইকার বয়স কমে গেল কী করে, প্রশ্ন তুলছেন অনেকেই। কারও কারও মতে, আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। খাতায় কলমে অর্জুনের বয়স ৩৭ বছর। সেই কারণেই মালাইকা বয়স নিয়ে রাখঢাক করছেন বলেও তত্ত্ব উঠে আসছে। যদিও এ নিয়ে কোনও সাফাই দেননি মালাইকা। বরং শরীরচর্চা, প্রেম, কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কও দিব্যি চলছে তাঁর। বয়স, সামাজিক বিধিনিষেধ, কোনও কিছুরই পরোয়া করেন না দু’জনে।