কলকাতা: বিচ্ছেদের তালিকায় নাম জুড়ছে আরও এত তারকার? এবার কি সত্যিই বিচ্ছেদ হচ্ছেন সঙ্গীতশিল্পী নেহা কক্কর (Neha Kakkad) ও রোহনপ্রীত সিংহের (Rohanpreet Singh)। তাঁদের এই বিচ্ছেদের জল্পনা কিছু নতুন নয়। একাধিকবার তাঁদের বিচ্ছেদের জল্পনা উঠেছে। আলাদা আলাদা দেখা গিয়েছে রোহনপ্রীত সিংহ ও নেহা কক্করকে। জন্মদিন উদযাপনে নেহার পাশে রোহনপ্রীত না থাকায় প্রশ্ন। তবে এবার কি সত্যিই বিচ্ছেদ হচ্ছে এই জুটির? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন রোহনপ্রীত


একটি সাক্ষাৎকারে রোহনপ্রীতকে প্রশ্ন করা হয়েছিল নেহার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। উত্তরে রোহনপ্রীত বলেন, 'গুজব তো গুজবই। সেই সব কি সত্যি হয় আদৌ? হয় না। সমস্ত কথাই বানানো, একটা ভ্রান্ত ধারণা। কাল এ এটা বলবে.. পরশু ও ওটা বলবে। এতে ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব পড়তে দেওয়া উচিতই নয়। গুজবের কথা ব্যক্তিগত সম্পর্কে কোনও সমস্যা তৈরি না করাই বুদ্ধির কাজ।' এই কয়েকটা কথাতেই রোহনপ্রীত স্পষ্ট করে দেন, নেহার সঙ্গে তাঁর সম্পর্ক সঠিক জায়গায় রয়েছে ও তাঁদের মধ্যে কোনও চিড় ধরেনি। অনুরাগীরাও যথেষ্ট ভালবাসেন নেহা ও রোহনপ্রীতের জুটিকে। তাঁদের একসঙ্গে দেখতেই পছন্দ করে নেটদুনিয়া। 


প্রসঙ্গত, সদ্য শোনা গিয়েছিল আরেক জল্পনা যে মা হতে চলেছেন নেহা কক্কর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে সেই গুঞ্জনও উড়িয়ে দিয়েছিলেন রোহনপ্রীত। জানিয়েছিলেন তাঁরা একটি মিউজিক ভিডিওর জন্য শ্যুটিং করছিলেন। বিয়ে হয়েছে বটে তবে এখনই সন্তান নিয়ে পরিকল্পনা করছেন না তাঁরা। বিয়ের পরে চুটিয়ে কাজ করছেন রোহনপ্রীত ও নেহা। নিজের মতো করে একাধিক অ্যালবাম বের করেছেন নেহা। অন্যদিকে তিনি সামলে চলেছেন একটি গানের রিয়্যালিটি শো-এর বিচারকের আসন। তবে সোশ্যাল মিডিয়ায় সবসময়েই চর্চায় থাকেন নেহা। 


নেহা কক্কর যে গানের অনুষ্ঠানের বিচারক সেখানে একাধিক ভিডিও ক্লিপিং নিয়ে সমালোচনার শিকার হয়েছেন নেহা। কথায় কথায় তাঁর চোখে জল আসা নিয়েও কটাক্ষ করা হয়েছে অনেকবার। তবে নেহা এমনই। আবেগপ্রবণ.. তিনি জীবনকে বাঁচেন নিজের ছন্দে। 


আরও পড়ুন: Jaaved Jaaferi on Shah Rukh Khan: শাহরুখ, সলমন, আমির.. তিন খানের মধ্যে কে সবচেয়ে এগিয়ে? উত্তর দিচ্ছেন জাভেদ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।