কলকাতা: তিন খান.. শাহরুখ খান (Shah Rukh Khan).. আমির খান (Amir Khan).. আর সলমন খান (Salman Khan)।। একই প্রজন্মের এই ৩ অভিনেতা এখনও দাপিয়ে বেড়াচ্ছেন রুপোলি পর্দা। বিভিন্ন চরিত্রে তাঁদের জুরি মেলা ভার। তাঁরা যে কোনও ছবিতে থাকলেই সেই ছবি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। প্রত্যেক তারকারই আলাদা আলাদা ফ্যানবেস রয়েছে। তবে সবচেয়ে এগিয়ে কোন খান? এই নিয়ে অনুরাগীদের মধ্যে তর্ক তো চলতেই থাকে। তবে অভিনেতা জাভেদ জাফরি (Jaaved Jaaferi) তাঁর এক সাক্ষাৎকারে কাকে এগিয়ে রাখলেন? দেখে নেওয়া যাক সেটাই।
জাভেদ জাফরি জানিয়েছেন, তিন খানের মধ্যে তিনি শাহরুখ খানকেউ এগিয়ে রাখবেন। এর কারণ হিসেবে তিনি একাধিক কথা বলেছেন। তার মধ্যে একটি হল, তিন খানই যথেষ্ট পড়াশোনা করেছেন এবং তাঁদের প্রত্যেকেরই যথেষ্ট জ্ঞান রয়েছে। তবে এই তিন খানের মধ্যে শাহরুখ খান সবচেয়ে বুদ্ধিদীপ্ত। তিনি জানেন তিনি কতটা চাইছেন, কী চাইছেন এবং কী কী পাবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কাজ করে শাহরুখ খানের বুদ্ধিমত্তা। আর সেই কারণেই তিন খানের মধ্যে শাহরুখ খানকেই এগিয়ে রাখতে চান জাভেদ জাফরি ।
অন্য আরও একটি কারণ হিসেবে জাভেদ জাফরি তুলে ধরেছেন স্টাইল স্টেটমেন্টের কথা। শাহরুখ খানের একটি এমন স্টাইল স্টেটমেন্ট রয়েছে যেটা সবার থেকে আলাদা, এমনটাই মনে করেন জাভেদ জাফরি । যদিও তিনি মনে করেন নিজস্ব স্টাইল রয়েছে সলমন খান ও আমির খানেরও। কিন্তু শাহরুখের বুদ্ধিদীপ্ত স্টাইল যেন মন কেড়ে নেয় সবার। জাভেদ জাফরি এই বিষয়ে শাহরুখ খানকে ট্রেডমার্ক বলে উল্লেখ করেছেন। মানুষ তাঁর স্টাইল দেখে কী বললেন, হাসলেন বা নিন্দা করলেন সেই সমস্ত কিছুকে পাত্তা দেন না শাহরুখ। তিনি চলেন নিজের ছন্দে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।