প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট তারকাকে বিয়ে করছেন 'বাহুবলী'-র 'অবন্তিকা'! অভিনেত্রী তমন্না ভাটিয়া ও আবদুল রজ্জাকের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই থেকেই ছড়াল এমন জল্পনা।
মুম্বই: প্রাক্তনপাকিস্তানি ক্রিকেট তারকাকে বিয়ে করছেন 'বাহুবলী'-র 'অবন্তিকা'! অভিনেত্রী তমন্না ভাটিয়া ও আবদুল রজ্জাকের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই থেকেইছড়াল এমন জল্পনা।সম্প্রতি তামিল, তেলুগু চলচ্চিত্রের নায়িকা তমন্নার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর হাতে দেখা যাচ্ছে কিছু গয়না। আর সেই ছবিতেই তমন্নার সঙ্গে রয়েছেন প্রাক্তন পাক অলরাউন্ডার আবদুল রজ্জাক। গয়না রয়েছে তাঁর হাতেও। এই ছবি সামনে আসতেই জল্পনা ছড়ায় অনুরাগীদের মধ্যে। ধরেই নেওয়া হয় সানিয়া মির্জার মতো পাকিস্তানেই ঘর বাঁধবেন তমন্না। টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে আপাতত পাকিস্তানের বাসিন্দা। একটি পুত্রসন্তানও রয়েছে তাঁদের। সেই পথেই তমন্না হাঁটছেন কিনা, এই ছবি উস্কে দেয় সেই জল্পনাই।পরে জানা যায়, ছবিটি বেশ পুরনো। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে একই সঙ্গে আমন্ত্রিত ছিলেন তমন্না ও আবদুল। সেই ছবিটিই সম্প্রতি ছড়িয়েছে নেট দুনিয়ায়, যা দেখে কল্পনাবিলাসী অনুরাগীরা ভেবেছেন, বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন তমন্না-আবদুল।এই গুজব নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। নিজের বাড়িতেই রান্না, শরীরচর্চা করে লকডাউন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি 'পিলো চ্যালেন্জ' নিয়ে নজরও কেড়েছেন।