নয়াদিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)? কিছুদিন ধরেই কানাঘুঁষোয় এমনই কথা শোনা যাচ্ছিল। অনুরাগীরা স্বভাবতই খুব হতাশ হয়েছিলেন। তবে সত্যিই কি বন্ধ হচ্ছে এমন সফল অনুষ্ঠান? খোলসা করে জানালেন খোদ কপিল শর্মা (Kapil Sharma)। 


বন্ধ হয়ে যাচ্ছে 'কপিল শর্মা শো'?


শো শুরুর পর থেকেই দর্শকদের মন জয় করেছে এই অনুষ্ঠান। কমেডি ঘরানার যে কোনও অনুষ্ঠানের তালিকায় এটিকে শীর্ষেই রাখেন দর্শক। সাম্প্রতিক একাধিক রিপোর্ট অনুযায়ী, 'কপিল শর্মা শো'-এর চতুর্থ সিজন নাকি বন্ধ হয়ে যাবে আগামী জুন মাসেই। এই প্রসঙ্গে যদিও অনুষ্ঠানের প্রযোজকদের তরফে কোনও মন্তব্য করা হয়নি, কিন্তু মুখ খুলেছেন কপিল শর্মা। রিপোর্ট অনুযায়ী, জুন মাসে এই অনুষ্ঠানে বিরতি টানা হবে। কিছুদিনের বিরতির পর এই অনুষ্ঠান ফিরবে টাটকা নতুন গঠন নিয়ে, খবর সূত্রের। 


এই সম্পর্কে কপিল শর্মা কী বললেন? এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কপিল শর্মা ঘোষণা করেছেন যে অনুষ্ঠানের গোটা টিম জুলাই মাসে ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তবে তারিখ এখনও নিশ্চিত হয়নি। 


কপিল শর্মা বলেন, 'এখনও ফাইনাল হয়নি। জুলাইয়ে আমাদের লাইভ ট্যুরের জন্য আমেরিকা যেতে হবে এবং সেই সময় কী করা যায় দেখতে হবে। যদিও সেই সময় আসতে দেরি আছে এখনও।'


অপর এক প্রতিবেদনে, সূত্র মারফত জানা গেছে সিজনের বিরতি হলে অনুষ্ঠানের প্লট, চরিত্র বা অভিনেতা সবকিছুই নতুন করে ঝালিয়ে নিয়ে টাটকা শুরুর ক্ষেত্রে উপকারী। মে মাসেই এই মরসুমের ফাইনাল পর্ব শ্যুট হয়ে যাবে বলে জানা যাচ্ছে, যা জুন মাসে চ্যানেলে দেখানো হবে। 


অন্যদিকে, সম্প্রতি নন্দিতা দাস পরিচালিত 'জ্যুইগাটো' ছবিতে একজন ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কপিল শর্মা। গত মাসেই এই ছবি মুক্তি পায়। ছবিতে সাহানা গোস্বামীকেও দেখা যায়। 'টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' ও 'বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ প্রদর্শিত হয় এই ছবি এবং প্রশংসিতও হয়। 


 






আরও পড়ুন: Saif Ali Khan: তেলুগু ডেবিউ সেফ আলি খানের, খলনায়কের চরিত্রে দেখা যাবে 'এনটিআর ৩০' ছবিতে