ব্রহ্মাস্ত্র ছবিতে এই অস্ত্র নিয়েই কি লড়তে চলেছেন রণবীর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2018 01:02 PM (IST)
মুম্বই: ব্রহ্মাস্ত্র ছবিতে বিশাল এক কুঠার হাতে দেখা যাবে রণবীর কপূরকে। তাঁর ইজরায়েলি ফিটনেস প্রশিক্ষত ইডো পোর্টাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ছবি। তাতে দেখা যাচ্ছে রণবীর দাঁড়িয়ে রয়েছেন কাঁধে কুঠার নিয়ে। দেখুন ছবিটি [embed]https://www.instagram.com/p/BfYM1dynTfB/?hl=en&taken-by=portal.ido[/embed] ব্রহ্মাস্ত্রের জন্য বেশ কিছুটা ছিপছিপে হয়ে গিয়েছেন রণবীর। শোনা গিয়েছে, মিথের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ফ্যান্টাসি ছবিতে তিনি রয়েছেন সুপার হিরোর ভূমিকায়। ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। রণবীর ছাড়া এতে দেখা যাবে আলিয়া ভট্ট ও অমিতাভ বচ্চনকে। এই প্রথম এই তিন শিল্পী একসঙ্গে কাজ করবেন। এছাড়াও রয়েছেন টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়ও। ৩ ভাগে তৈরি হচ্ছে ব্রহ্মাস্ত্র। প্রথম অংশটি মুক্তি পাবে আগামী বছর, স্বাধীনতা দিবসে।