সোনমের এই মন্তব্যের পরই নেটিজেনদের কটাক্ষের শিকার হন অনিল কপূর কন্যা।
মুম্বই: সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও লকডাউন উপেক্ষা করা চলছেই। মানুষের বাইরে বেরনোর প্রবণতাও চোখে পড়ছে এখনও। তার জেরে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছিলেন, লকডাউন ভেঙে রাস্তায় বেরলে প্রয়োজনে গুলি করার নির্দেশও দিতে পারে তাঁর সরকার। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখন ৪১। তা সত্ত্বেও রাস্তাঘাটে মানুষের আনাগোনা চলছিলই। তার প্রেক্ষিতেই মঙ্গলবার রাজ্যবাসীর উদ্দেশে কেসিআর বলেন, ‘‘লকডাউন কার্যকর করতে আমেরিকায় সেনা নামাতে হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষ লকডাউন না মানলে, এখানেও তেমন তৈরি হতে পারে।’’ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনেই অভিনেত্রী সোনম কপূরের ট্যুইট, ‘এটা কি স্বাভাবিক? বুঝতে পারছি না।’ সোনমের এই মন্তব্যের পরই নেটিজেনদের কটাক্ষের শিকার হন অনিল কপূর কন্যা। একজন তাঁকে উপদেশ দেন, বাবা অনিল কপূরকে গিয়ে জিগ্যেস করুন না। উনি তো একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন! কিছুদিন আগে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন সোনম। তারপরই হোম কোয়ারেন্টিনে চলে যান। সেই ভিডিও তিনি শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়।