মুম্বই: বলিউডের পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় সারা বলিউড। কিন্তু সেদিনের পার্টিতে খুব অদ্ভূতভাবে অনুপস্থিত ছিলেন করিনা কপূর খান। যেহেতু কর্ণের খুবই ঘনিষ্ঠ করিনা, তাই সেই নিয়ে শুরু হয়ে যায় জল্পনা।
অনেকেই বলেন দুই বন্ধুর মধ্যে কোনও ব্যক্তিগত বিষয় ঝামেলা হয়েছে। তাই সেদিনের পার্টিতে যাননি করিনা। তবে সেই তথ্য সঠিক ছিল না।
করিনার সেদিনের অনুপস্থিতির আসল কারণ, সম্প্রতি নিজের প্রেগন্যান্সি পরবর্তী ছবি 'ভির দি ওয়েডিং'-এর জন্যে সমস্ত মেদ ঝড়িয়ে আবার আগেরচেহারায় ফিরতে তত্পর অভিনেত্রী। আর সেই চেষ্টায় সফল হতে ইদানিং মারাত্মক ভাবে জিমে গিয়ে কসরত করছেন বেবো। সেই কসরতের জেরেই সেদিন একটু অসুস্থ হয়ে পড়েছিলেন করিনা। তাই ঘনিষ্ঠ বন্ধুর পার্টিতে থাকতে পারেননি। তবে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে পরে কর্ণের বাড়ি গিয়ে দেখা করে আসেন করিনা। কর্ণের বাড়ি করিনা গিয়েছিলেন দিদি করিশ্মার সঙ্গে।
ব্যক্তিগত সমস্যা নয়, এই কারণে কর্ণের জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি করিনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2017 11:42 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -