ম্যানিলা: ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ক্যাসিনো এবং হোটেলে সন্ত্রাসের আতঙ্ক সৃষ্টি করে বন্দুকবাজের হামলা। পুলিস সূত্রে দাবি, শুক্রবার ভোর রাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই হোটেলে মুখ ঢাকা অবস্থায় অটোমেটিক রাইফেল নিয়ে ঢুকে বিল্ডিংয়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। ঘটনায় ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে প্রাথমিক তদন্তে ব্যুরো অফ ফায়ার প্রোটেকশন, সাউদার্ন পুলিশ ডিস্ট্রিক্টের ডিরেক্টর টমাস অ্যাপোলিনারিওর দাবি, ক্যাসিনোর ভেতরে থাকা মানুষদের ওপর গুলি চালায়নি হামলাকারী বন্দুকবাজ। তার আগে আতঙ্ক সৃষ্টি করার জন্যে জুয়া খেলার মেশিন, টিভি স্ক্রিন এবং টেবিলগুলো লক্ষ্য করে গুলি চালায় সে। মূলত বদ্ধ ক্যাসিনোর মধ্যে কার্যত দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সেখানে উপস্থিত মানুষদের, দাবি পুলিশের। এদিকে ঘটনার আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ক্যাসিনোর মধ্যে। পদপিষ্ট হয়ে আহত বহু।
ঘটনার পাঁচ ঘণ্টা পর হামলকারীর দেহ উদ্ধার হয় হোটেলের ছ তলার একটি ঘর থেকে। পুলিশের দাবি, হামলাকারীকে একটি বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। তার দেহের ওপর ব্ল্যাঙ্কেট চাপা দেওয়া ছিল। পুলিশের দাবি, ব্ল্যাঙ্কেটের ওপর পেট্রোল ঢেলে নিজেকে পুড়িয়ে দিয়েছে হামলকারী। হামলকারীর গাড়ি, যেটি রিসোর্টের তিন তলায় পার্ক করা আছে তার সন্ধানে রয়েছে পুলিশ।
তবে হামলাকারী বন্দুকবাজের মৃত্যুর আগে, এবং সেখানকার পুলিশের তরফে কিছু জানানোর আগে, আইএস জঙ্গি গোষ্ঠীর তরফে এই হামলার দায়ে স্বীকার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনাকে সন্ত্রাস হামলার আখ্যা দিয়েছেন।
তবে এই হামলার পিছনে সন্ত্রাসযোগ রয়েছে কিনা সেবিষয়ে এইমুহূর্তে নিশ্চিত নয় সেখানকার পুলিশ। মেট্রোপলিটন ম্যানিলা পুলিশ প্রধান অস্কার অ্যালবেআলডে জানিয়েছেন হামলকারী ব্যক্তি সাদা চামড়ার, ছ ফুট লম্বা এবং ইংরেজিতে কথা বলছিল ।
তবে সেখানকার পুলিশ ডেলা রোসার দাবি, এটা মূলত একটি ডাকাতির ঘটনা। এর সঙ্গে সন্ত্রাস হামলার কোনও যোগ নেই। ওই ব্যক্তির মূল উদ্দেশ্যে ছিল গ্যাম্বলিং চিপ চুরি করা, যেটা কোনও কারণে পুরোপুরি সম্ভব হয়নি। কারণ পুলিশের দাবি, হামলাকারীর ব্যাগের ভেতর থেকে মোট ২২৬, ০০০ ডলার মূল্যের গ্যাম্বলিং চিপ উদ্ধার হয়েছে, যেটা সে ক্যাসিনো থেকে নিয়েছিল বলে জানা গিয়েছে।
ফিলিপিন্সে হোটেল ও ক্যাসিনোয় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলি, শ্বাসরোধ হয়ে মৃত্যু ৩৬ জনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2017 09:20 AM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -