সলমন অভিনীত ‘ভারত’ ছবি থেকে সরে দাঁড়ালেন প্রিয়ঙ্কা চোপড়া! কেন জানেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2018 11:58 AM (IST)
মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর এই ছবির হাত ধরেই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। কিন্তু বোধহয় সেটা আপতত ঘটছে না। 'ভারত' ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়ঙ্কা। পরিচালক আলি আব্বাস জাফর একটি টুইট করে সেই খবর নিশ্চিতও করেছেন। সূত্রের খবর, একটি বিশেষ কারণের জন্যেই নিজের বলিউডি কামব্যাক ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। পরিচালক তাঁর টুইটে লিখেছেন, এটা সত্যি প্রিয়ঙ্কা আর 'ভারত' ছবির সঙ্গে যুক্ত নেই। একটি বিশেষ কারণের জন্যেই পিগি চপসের এই সিদ্ধান্ত। প্রিয়ঙ্কাকে টিম ভারত-এর তরফে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে শুভেচ্ছাও জানানো হচ্ছে। পরিচালকের টুইটের মধ্যেই ইঙ্গিত রয়েছে খুব শিগগিরই গায়ক নিক জোনাসকে হয়তো বিয়ে করতে চলেছেন প্রিয়ঙ্কা। এদিকে এই ছবিতেই সলমনকে পাঁচটি বিভিন্ন লুকে দেখা যাবে। শোনা গিয়েছে 'ম্যায়নে পেয়ার কিয়া'র লুকেও এই ছবিতে দেখা যাবে সলমনকে। 'ভারত' থেকে সরে দাঁড়ালেও আপাতত সোনালী বসুর 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন প্রিয়ঙ্কা। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম।