মুম্বই: ক্যামেরাবন্দি ইশা অম্বানি (Isha Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Marchent)। সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এই ননদ-বৌদির জুটি। কিন্তু তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণের চেয়েও নজর কাড়ল, তাঁদের হাতের ব্যাগ!


তাঁদের পরিবারে নজর কাড়ে সম্পর্কের সমীকরণ। অম্বানি পরিবারের ভাবী বধূ রাধিকা মার্চেন্ট ইতিমধ্যেই বেশ মিলেমিশে গিয়েছেন পরিবারের সঙ্গে। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকেন রাধিকা। এদিন হবু ননদ ইশার সঙ্গে ডিওরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধিকা। একটি মুক্তোরঙা ডিপ নেক ফ্রক পরেছিলেন রাধিকা। একটি কালো স্টিলেটোর সঙ্গে পনিটেল করে চুল বেঁধেছিলেন রাধিকা। পরেছিলেন হালকা হিরের গয়না। অন্যদিকে ইশা পরেছিলেন একটি ফ্লোরাল প্রিন্টের লম্বা ড্রেস। চুল খোলা রেখেছিলেন ইশা। কিন্তু নজর কাড়ল দুই ফ্যাশানিস্তার হাতের ব্যাগ। 


পোশাকে মিল না থাকলেও ইশা ও রাধিকা দুজনেই নিয়েছিলেন ডিওরের ব্যাগ। গাড় নীল রঙের এই ব্যাগ তৈরি অ্যালিগেটরের চামড়া দিয়ে। ডিওরের সাইটে চোখ রাখলেও দেখা যায়, গাঢ় নীল এই মিনি ব্যাগের দাম ২১ লাখ ৬ হাজার টাকা। সেই ব্যাগ নিয়েছিলেন রাধিকা ও ইশা দুজনেই। 


দেশের প্রবীণ ব্যবসায়ী মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি সম্প্রতি রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান করেছেন। অম্বানি পরিবারের  হবু ছোটবউ রাধিকা মার্চেন্ট সবসময়ই খবরের শিরোনামে থাকেন। রাধিকা পেশায় নৃত্যশিল্পী। এই বছরের শুরুতেই বাগদান সেরেছেন রধিরা ও অনন্ত।


 



অনন্ত অম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্ট একজন শিক্ষিত মহিলা। তিনি এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও শেহলা মার্চেন্টের কন্যা। তার প্রাথমিক পড়াশোনা মুম্বইতে হয়েছিল। তারপরে উচ্চশিক্ষার জন্য তিনি নিউইয়র্কে যান ও সেখানকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন। রাধিকা মার্চেন্ট ধনী বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তিনি বর্তমানে তাঁর পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। ব্যবসার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব পছন্দ করেন রাখিকা। তিনি ভরতনাট্যম নৃত্যশিল্পী। এর পাশাপাশি, তিনি বই পড়তে ও লিখতে পছন্দ করেন।


অন্যদিকে ইশা এখন বিবাহিত। ২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে বিবাহ সেরেছেন ইশা। পারিবারিক অনুষ্ঠানে ফ্যামিলি ফ্রেমে একসঙ্গে থাকেন ইশা ও আনন্দ। চর্চায় থাকে তাঁদের বিলাশবহুল জীবনযাত্রাও। বলিউডের সঙ্গেও ভাল সম্পর্ক রেখে চলেন ইশা। একাধিক অভিনেত্রীরা তাঁর খুব ভাল বন্ধু। 


আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?


আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'