সেই রীতুই এবার তাঁর ইন্সটাগ্রাম পেজে শেয়ার করলেন খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে তাঁর বহু বছর আগের এক সাহসী ফটোশ্যুটের ছবি। একটি প্রচ্ছদের কভারপেজে প্রকাশিত হয়েছিল সেই ছবি।
‘আঁখে’ ছাড়াও রীতুর আরও কিছু মনে রাখার মতো ছবির মধ্যে রয়েছে ‘লজ্জা’, ‘হাধ কর দি আপনে’, ‘শক্তি-দ্য পাওয়ার’-এর মতো বহু ছবি। গত বছর অনিল কপূরের টিভি সিরিজ ২৪-এর সৌজন্যে বহুবছর বাদে পর্দায় ফিরেছিলেন রীতু।