নয়াদিল্লি: শাহিদ-করিনা দু'জনেই বিয়ে করেছেন, বাবা মা হয়েছেন, নিজের নিজের দুনিয়ায় দু'জনেই সুখী। তবু তাঁদের বহুকাল আগের প্রেম নিয়ে মানুষের কৌতূহলের আর অন্ত নেই।
শাহিদ কপূর অবশ্য মনে করেন না, তাঁর সেই পুরনো সম্পর্কে গোপন করার কিছু আছে। দিল্লিতে একটি আলোচনাভিত্তিক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয় নিজের গোপন অতীত নিয়ে। শুনে দৃশ্যতই অবাক হয়ে যান শাহিদ, উল্টে প্রশ্ন করেন, কী তাঁর সেই গোপন অতীত যা প্রশ্নকর্তা জানেন? এক মহিলা করিনা কপূরের কথা বললে তাঁর হাজির জবাব, এটা আর কী করে গোপন হবে ম্যাডাম। এটা তো সক্কলে জানে। আপনার কি সত্যিই কোনও প্রশ্ন আছে না এমনিই ওই নামটা করলেন।
২০০৪ থেকে ২০০৭ন পর্যন্ত প্রেম করেন করিনা ও শাহিদ কপূর। ব্রেক আপের পর ২০১০২য় করিনা বিয়ে করেন সেফ আলি খানকে। ২০১৫-য় শাহিদের বিয়ে হয় মীরা রাজপুতের সঙ্গে। শাহিদ-করিনা দু'জনেই গত বছর বাবা মা হয়েছেন।
অন্য সব কিছুর থেকে এখন বরং শাহিদের বেশি ভাল লাগে মেয়ে মিশা সম্পর্কে কথা বলতে। সকালে ঘুম থেকে উঠে পাশে শোয়া মেয়ের ঘুম ভাঙা দেখার থেকে আনন্দের আর কিছু নেই। যে দিনটা ভীষণ খারাপ লাগে, সেদিনও মিশার হাসি তাঁর দিন ভাল করে দেয়। তাঁর আশা, তিনি নিশ্চয়ই ভাল বাবা হয়ে উঠতে পারবেন।
করিনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা দুনিয়ার জানা, বললেন শাহিদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2017 06:01 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -