কলকাতা: বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে রজনীকান্তের (Rajinikanth) ছবি 'জেলার' (Jailer)। সম্প্রতি এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের (Special Screening) আয়োজন করা হয় একাধিক রাজ্যে, তার মধ্যে ছিল উত্তর প্রদেশও (Uttar Pradesh)। অভিনেতা একাধিক রাজনীতিকের সঙ্গে দেখা সাক্ষাৎও করতে দেখা গিয়েছে থালাইভাকে। তবে এর মধ্যে ভাইরাল হয়েছে অভিনেতার সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) আলাপ। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা, পা ছুঁয়ে প্রণামও করতে দেখা যায় তাঁকে। এই বিষয়টিই খুব একটা ভালভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। 


সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে অনেকেই সমালোচনা করেছেন অভিনেতার। একজন লেখেন, 'একজন ৭২ বছর বয়সী মানুষ একজন ৫১ বছর বয়সীর পা ছুঁয়ে প্রণাম করছেন, ভাবতে পারেন? এটা তখনই সম্ভব যখন আপনি ধর্মের নামে অন্ধ হন। রজনীকান্ত সংক্রান্ত সমস্ত জোক এবার বন্ধ হয়ে যাবে কারণ বস নিজেই হাল ছেড়ে দিয়েছেন! কী অধঃপতন।'


অপর একজন লেখেন, 'কী অধঃপতন। যত সম্মান দক্ষিণ তাঁকে দিয়েছিল সব ২ সেকেন্ডে চলে গেল। ইতিহাস তাঁকে মেরুদণ্ডহীন অভিনেতা হিসেবে মনে রাখবে যে ভারতের ফ্যাসিস্টদের সাপোর্ট করে।' কেউ আবার লিখলেন, 'দক্ষিণের ফেম (fame), দক্ষিণেরক শেমে (shame) পরিণত হল।'


আরও পড়ুন...


ডায়াবেটিকরা চিনির বদলে সুগার সাবস্টিটিউট বা গুড় খেতে পারেন কি? চিকিৎসক কী বলছেন?


এবার এই কটাক্ষের জবাব দিলেন দক্ষিণের সুপারস্টার। সম্প্রতি তিনি পরিষ্কার জানান, "যোগী বা সন্ন্যাসীদের পা স্পর্শ করা এবং তাদের আশীর্বাদ নেওয়া আমার অভ্যাস, এদিনও আমি সেটাই করেছিলাম"।


উল্লেখ্য়, অবশ্য অনেক অনুরাগী অভিনেতার পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের মতে, 'গোরক্ষনাথ মঠ'-এর মহন্তের পা ছোঁয়ার মাধ্যমে অভিনেতা সাংস্কৃতিক সম্মান প্রদান করেছেন। 


নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' মুক্তি পেয়েছে সম্প্রতি এবং বক্স অফিসে বিপুল ব্যবসা করছে। বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। 


প্রসঙ্গত, এই সিনেমা ঘিরে তুঙ্গে ছিল উৎসাহ। সিনেমা মুক্তি পাওয়ার পরেই এই সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা করেছিল দক্ষিণ ভারতের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। কিছু কিছু সংস্থা বিনামূল্যে টিকিটও দিয়েছিল কর্মীদের। জাপান থেকে এক দম্পতি উড়ে এসেছিলেন ভারতে শুধুমাত্র রজনীকান্তের এই সিনেমা দেখার জন্য। থালাইভার জন্য এনেছিলেন উপহারও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial