মুম্বই: খ্যাতির শীর্ষে বলিউড অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি' (83)। ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শক থেকে সমালোচক প্রত্যেকের মন জিতে নিয়েছেন অভিনেতা। ১৯৮৩ সালের ২৫ জুন মদন লালের ডিলিভারিতে বিখ্যাত ক্যাচ নিয়ে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) আউট করেছিলেন আর এক কিংবদন্তি ক্রিকেটার স্যর ভিভ রিচার্ডসকে। সেই বিশ্ব বিখ্যাত ক্যাচ পর্দায় সঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য আয়ত্ত করতে কতদিন সময় নিয়েছিলেন রণবীর সিংহ? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করলেন ঐতিহাসিক এই ছবির অনেক অজানা গল্প।


মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পেতে শুরু করেছে '৮৩'। ইতিমধ্যেই সিনেমাহলে টিকিট কেটে দেখতে যাওয়া দর্শকের ঢল নেমেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশংসা পাচ্ছেন মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর সিংহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ছবি তৈরির সময়কার অনেক অজানা গল্প তুলে ধরলেন দর্শকের কাছে। জানালেন কীভাবে তিনি কিংবদন্তি কপিল দেবের জুতোয় পা গলালেন।


আরও পড়ুন - Katrina Vicky Wedding Pics: ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা ছবি ভাইরাল নেট দুনিয়ায়


'বাজিরাও', 'পদ্মাবত', 'সিম্বা', 'গাল্লি বয়' কিংবা হালের 'এইট্টি থ্রি', রণবীর সিংহ এমন একজন অভিনেতা যিনি যেকোনও চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করতে পারেন। এক একটি ছবিতে এক এক রকমের চরিত্রে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। বহুমুখী প্রতিভার জোরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নিজের জায়গা ক্রমশ পাকা করে ফেলছেন রণবীর। সাক্ষাৎকারে রণবীর সিংহ বলেন, 'এই মুহূর্তে আমি সুনীল গাভাসকর স্যর, মদনলাল স্যর, কপিল স্যর, বলবিন্দর সিংহ সান্ধু স্যর, পিআর মান সিংহ স্যরের কাছ থেকে আমার কাজের জন্য প্রশংসা পাচ্ছি। এর থেকে আর বেশি কী চাই। এমন কিংবদন্তিরা যখন কাজের প্রশংসা করেন, তখন আর কীই বা চাওয়ার থাকে।'



ছবি তৈরির সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে রণবীর জানালেন, পরিচালক কবীর খান তাঁকে পরামর্শ দিয়েছিলেন কপিল দেবের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। যাতে তিনি পর্দায় সঠিকভাবে কিংবদন্তি ক্রিকেটারকে ফুটিয়ে তুলতে পারেন। তিনি বলেন, 'আমি কপিল স্যরের সঙ্গে ওঁর বাড়িতে কিছুটা সময় কাটানোর সৌভাগ্য অর্জন করতে পেরেছি। ওঁর হাসি, ওঁর হাঁটাচলা, ওঁর কথা বলা, ওঁর ডান্স সমস্ত কিছুই ধীরে ধীরে আয়ত্ব করেছি। স্কুলজীবনে আমি নিজেও ক্রিকেট খেলতাম। সেই সময় আমি খুবই ভালো ব্যাটার ছিলাম। সঙ্গে ভালো ফিল্ডারও। তাই ব্যাটিং করাটা আমার কাছে খুব একটা বড় কোনও ব্যাপার ছিল না। আর অভিনয়ের কথা বলতে গেলে আমি পেশাদার। যেকোনও চরিত্রে অভিনয় করতে পারি। তবে হ্যাঁ। বোলিংটা বেশ শক্ত কাজ ছিল যা আমাকে শিখতে হয়। এর জন্য আমাকে বেশ কয়েক মাস পরিশ্রম করতে হয়। বোলিং করার সময় কীভাবে কপিল স্যরের কব্জি ঘোরে, ওঁর বিখ্যাত লাফ, বল করার সময় ওঁর অ্যাটিটিউড, এগুলো আয়ত্ত করতে সময় লেগেছে।'


রণবীর আরও বলেন, 'কপিল স্যরের বিখ্যাত ক্যাচ, যা স্যর ভিভ রিচার্ডসকে আউট করেছিল, সেটা আয়ত্ব করতে আমার অনেকটা সময় লেগেছিল। প্রায় ৬ মাস পর আমি সঠিকভাবে ওই ক্যাচ ধরার কায়দাটা আয়ত্ত করতে পেরেছিলাম।'