সলমনের সঙ্গে বিয়ে! অবশেষে মুখ খুললেন ইউলিয়া
ABP Ananda, Web Desk | 04 Dec 2016 12:33 PM (IST)
মুম্বই: যতবারই সাল্লু ভাইকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তিনি এড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁর ‘গার্লফ্রেন্ড’ ইউলিয়া ভান্তুর এ ব্যাপারে যথেষ্ট স্মার্ট। বিয়ের প্রশ্নে অস্বস্তিতে পড়া তো দূরের কথা, রীতিমত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি সংবাদমাধ্যমের সব বাউন্সারের জবাব দিলেন। সলমন খানের সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ দীর্ঘদিনের। নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে, সলমনের বাড়িতেও তাঁর অবাধ প্রবেশাধিকার। কিন্তু বিয়েটা কবে করবেন? প্রশ্নের জবাবে ইউলিয়া বলেছেন, এ নিয়ে বহু গুজব আছে। আমি শুধু বলতে পারি, সলমন অত্যন্ত ভাল বন্ধু, আমি তাঁকে সম্মান করি। তিনি আমাকে ভারতের সঙ্গে পরিচয় করিয়েছেন। আমি এ দেশকে ভালবাসি। প্রথমবার যখন আমাকে এ দেশ ছেড়ে যেতে হয়, কেঁদে ফেলেছিলাম। ভারতীয় সংস্কৃতি, ভারতের সবকিছু আমি ভালবাসি। যাঁরা সলমনকে চেনেন, তাঁরা জানেন, তিনি কতটা ভাল বন্ধু। তাঁর হৃদয় অসামান্য। অর্থাৎ? ইউলিয়াও এড়িয়ে গেলেন সলমনের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে পরিষ্কার উত্তর। ভাইজানের বিয়েটা আদৌ হবে তো?