লস অ্যাঞ্জেলস: তিনি কখনও ডেট করেননি। শুধু ‘সম্পর্কে’ জড়িয়েছেন। বললেন প্রিয়ঙ্কা চোপড়া। এক পত্রিকায় নিজের লাভলাইফ নিয়ে বলতে গিয়ে ‘বেওয়াচ’ অভিনেত্রী বলেছেন, “ভারতে কারও সঙ্গে মেশামেশি করার পদ্ধতি পুরো অন্যরকম। কাউকে ভাল লাগল, তাঁর সঙ্গে মেলামেশা শুরু হল, সম্পর্ক তৈরি হল, দেখা গেল, আমরা একে অপরকে নিজের ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য। ডেটিংয়ে কোনও দায় থাকে না, জানি না, কখনও আমি তা করে উঠতে পারব কিনা”।
প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কার অবশ্য বয়ফ্রেন্ডের অভাব ঘটেছে বলে কখনও শোনা যায়নি। বারবার নানাজনের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। শোনা যায়, তাঁর প্রেমিকদের তালিকায় যেমন শাহিদ কপূর, হারমান বয়েজা রয়েছেন, তেমনই আছেন শাহরুখও।
আমি কখনও ডেট করিনি, বললেন প্রিয়ঙ্কা চোপড়া
ABP Ananda, Web Desk
Updated at:
02 Jul 2016 09:50 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -