কলকাতা: শুরু হল 'হইচই'-র নতুন ওয়েব সিরিজ 'জাতিস্মর'-র শ্যুটিং ( Jaatishawar )। অভিনয় করছেন রোহন ভট্টাচার্য এবং মধুমিতা সরকার (Madhumita Sarcar and Rohaan Bhattacharya )। সিরিজটি লিখেছেন অনুজ চট্টোপাধ্যায়। পরিচালনায় সানি ঘোষ রায়। জাতিস্মর নিয়ে এমনিতেই উৎসাহের অন্ত নেই। বারবার নানাভাবে গল্প নিয়ে এসেছে নব্বইয়ের দশক থেকে সমকালীন ভারতীয় সিনেমা হোক কি সিরিজ ! তাই এবারে কার মনে পড়বে পূর্ব জন্মের কথা ? একবুক তেষ্টা নিয়ে অপেক্ষায় সবাই। কল্যানপুরে হইহই করে শুরু হল 'হইচই'-র নতুন ওয়েব সিরিজ জাতিস্মর-র শ্যুটিং।
যেকোনও গল্পকেই ১৮০ ডিগ্রি ঘোরাতে পারে জাতিস্মর
রাকেশ রোশনের 'করণ-অর্জুন' থেকে শুরু করে সৃজিতের 'জাতিস্মর' , প্রত্যেকটাই পূর্ব জন্মের কথা বলে। বলা যায় নিজ গল্পের গুণে প্রত্যেকটাই সেরা।বলা যায় শহুরে প্রেম হোক, কিংবা নস্টালজিয়ায় মোড়া নব্বইয়ের দশকের রাত, যেকোনও গল্পকেই ১৮০ ডিগ্রি ঘোরাতে পারে জাতিস্মর। কারণ যা নিয়ে ইতিমধ্যেই অনেক বইও লিখে গিয়েছেন স্বামীজিরাও। যেকোনও সিনেমারই অল্পবিস্তর ফ্ল্যাশব্যাক থাকে। তবে যদি এক জন্ম আগের অতীত জীবন্ত হয়ে ওঠে, সমান্তরালে চলে বর্তমানের সঙ্গে, তাহলে তার কাছে হার মানতে হয় বাকি সব গল্পকে। প্রায় প্রত্যেকের পূর্ব জন্ম সম্বন্ধে জানার ইচ্ছে থাকে। আগের জন্মের ফল এজন্মে ভোগ করতে হয় বলে কিছু লোকচর্চা যুগে যুগে, মুখে মুখে রটে গিয়েছে। আর তা যদি সেলুলয়েডে ওঠে, বলাইবাহুল্য, তা বানিজ্যিক সাফল্য আনতে অপেক্ষা রাখে না।
'হইচই'-র নতুন ওয়েব সিরিজ 'জাতিস্মর'-র ফার্স্ট লুক শেয়ার করেছেন খোদ সৃজিতও
২০১৪ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই 'জাতিস্মর' মুক্তি পেয়েছিল। জাতীয় পুরষ্কার-সহ একাধিক পুরষ্কারে সম্মানিত হয়েছিল ছবিটি। অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। দেখতে দেখতে পেরিয়েছে প্রায় ৮ বছর ! এবার 'হইচই'-র নতুন ওয়েব সিরিজ 'জাতিস্মর'-র ফার্স্ট লুক শেয়ার করেছেন খোদ সৃজিতও।
আরও পড়ুন, কার সঙ্গে হল অনন্ত অম্বানির বাগদান ? কে এই রাধিকা ?
একের পর এক শ্যুটিংয়ে শিখরেই রয়েছেন মধুমিতা
প্রসঙ্গত, এসভিএফের (SVF)-এর প্রযোজনায় 'কুলের আচার' ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার। পাশাপাশি এসভিএফের ব্যানারে তিনি আরও ছবিতেও রয়েছেন। 'দিলখুশ' (Dilkhush) ছবিতেও রয়েছেন মধুমিতা। সবমিলিয়ে একের পর এক শ্যুটিংয়ে শিখরেই রয়েছেন মধুমিতা। তবে এই মুহূর্তে নামকরণের জেরেই 'জাতিস্মর' ছবিতে অনেকটাই এগিয়ে তিনি।