নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই (CBSE) দশম (class 10) ও দ্বাদশের (class 12) )'টাইমটেবিল।'(timetable) পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা cbse.gov.in-এ এদিন সময়সূচি প্রকাশিত হয়েছে। 'ডেটশিট'-ও (datesheet) বেরোবে দ্রুত। এত দিন পর্যন্ত যা ধারা দেখা গিয়েছে, তাতে চলতি মাসেই সিবিএসই দশম ও দ্বাদশের 'ডেটশিট' প্রকাশিত হওয়ার কথা। দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা যে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে, সে কথা আগেই জানিয়েছিলেন কর্তৃপক্ষ। সেই হিসেবে তার অন্তত মাস দেড়েক আগে ডেটশিট প্রকাশিত হওয়ার কথা।
কী জানা গেল?
আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ করেছে সিবিএসই কর্তৃপক্ষ। সেটি শুরু হওয়ার কথা আগামী ২ জানুয়ারি থেকে। এদিন থিয়োরি পরীক্ষার টাইমটেবিল প্রকাশ করা হয়। সেটি অনুযায়ী, দশম শ্রেণির থিয়োরি পরীক্ষার শুরুতেই থাকছে ইংরেজি। ২৭ ফেব্রুয়ারি তা হওয়ার কথা। দশমের শেষ পরীক্ষা অঙ্ক। রয়েছে ২১ মার্চ। দ্বাদশের ক্ষেত্রে থিয়োরি পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৫ এপ্রিল। দশম ও দ্বাদশ, দুই শ্রেণির পরীক্ষার ক্ষেত্রেই সময়সীমা সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা। প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা, বিশেষত জেইই মেন পরীক্ষর কথা মাথায় রেখেই দশম ও দ্বাদশের নির্ঘণ্ট সাজিয়েছে সিবিএসই। প্রায় ৪০ হাজার বিষয়ের উপর পরীক্ষার ব্যবস্থা করার সময় পরীক্ষার্থীদের কম্বিনেশনের দিকটিও মাথায় রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। একই দিনে যাতে কম্বিনেশনে থাকা দুটি বিষয়ের পরীক্ষা না পড়ে যায়, সে সব দেখেই সূটি তৈরি করা হয়েছে বলে খবর।
অতিমারিতে অভিনব ব্যবস্থা...
করোনা অতিমারির ধাক্কায় গত বছর ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা বাতিল করে সিবিএসই। মূল্যায়নের জন্য বিকল্প প্রক্রিয়ায় ফল ঘোষণার কথা বলে তারা। নতুন সার্কুলার জারি করে সিবিএসই জানায়, দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা নেওয়া হবে। ২টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। নবম-দ্বাদশে ২ বার পরীক্ষা কার্যকর হবে ২০২২ থেকে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বরে মাসে ও দ্বিতীয় পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে। প্রথম পরীক্ষায় থাকবে অবজেকটিভ প্রশ্ন, দ্বিতীয় পরীক্ষায় সাবজেকটিভ। তবে তার পর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে ইতিবাচক ভাবে। হালে বিশ্বের নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। সতর্ক থাকছে ভারতও। তবে এখনও সে অর্থে সংক্রমণের বাড়বৃদ্ধি তেমন দেখা যায়নি। তার মধ্যেই নির্ঘণ্ট ঘোষণা।
আরও পড়ুন:ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত স্বামী, নেপথ্যে কী রহস্য়?
Education Loan Information:
Calculate Education Loan EMI