মুম্বই: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চিনকেই কাঠগড়ায় তুলছে আমেরিকা সহ বিভিন্ন দেশ। এবার ড্যামেজ কন্ট্রোলে জ্যাকি চ্যানকে এগিয়ে দিল তারা।
ভারতে জ্যাকি চ্যানের জনপ্রিয়তা তুঙ্গে। তাই বোধ হয় জ্যাকিতেই ভরসা রাখল প্রতিবেশী দেশটি। একটি ভিডিও বার্তায় অতিমারীর সময়ে ভারতবাসীকে শান্তি ও ভালবাসার বার্তা দিলেন মার্শাল আর্ট এক্সপার্ট, অভিনেতা। ভিডিওটি ট্যুইটারে শেয়ার করা হয়েছে। সারা বিশ্বে করোনা কেড়ে নিয়েছে ৩ লাখেরও বেশি প্রাণ। এই রোগের সূত্রপাত হয়েছিল চিনের উহানেই।



কীভাবে মানব শরীরে ঢুকল এই ভাইরাস, এই সংক্রান্ত তথ্য সারা বিশ্বকে জানাচ্ছে না চিন, অভিযোগ উঠছে বারবার।
পৃথিবীর সব শক্তিশালী দেশই চিনের দিকে আঙুল তুলেছে এই নিয়ে। তাই শেষমেষ ভারতে চিনা রাষ্ট্রদূত সান উইডং জ্যাকির এই ভিডিও শেয়ার করেছে।

'নমস্তে' বলে ভিডিওটি শুরু করেছেন চ্যান। এই সঙ্কটে সবাইকে ইতিবাচক থাকার অনুরোধ করেছেন।

চ্যান ভারত-চিন যৌথ প্রোডাকশন 'কুং ফু যোগা'য় অংশ নেন।
চিনের এই উদ্যোগ ভারতবাসীর মনে খুব একটা দাগ কাটতে পারবে বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। কারণ করোনা পরিস্থিতিতে সবার মন এতটাই বিরুদ্ধে চলে গেছে।