নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন (জেইই)-মেন এর অ্যাপ্লিকেশন উইনডো ১৯ মে থেকে ২৪ মে পর্যন্ত খোলা হয়েছে।ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র একটি নোটিশে এ কথা জানানো হয়েছে। যে পরীক্ষার্থীরা আগে আবেদন করেছেন, কিন্তু এখন সেন্টার পরিবর্তন করতে চান, তাঁরা ২৫ থেকে ৩১-র মধ্যে আবেদন জানাতে পারেন।
এই পরীক্ষা, যা আইআইটি আবেদনকারীদের প্রথম পর্ব হিসেবেও হবে, ৩ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ লকডাউনের কারণে তা স্থগিত হয়ে যায় এবং এই পরীক্ষা এখন হবে ১৮-২৩ জুলাই।
কোভিড-১৯ এর কারণে যে সমস্ত পড়ুয়াদের বিকল্প পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং আবেদনের শেষ সুযোগ চাইছেন, তাঁদের জন্য এই অ্যাপ্লিকেশন উইনডো খোলা হয়েছে। বিশেষ করে যাঁদের আন্তর্জাতিক সফর এই অতিমারির কারণে স্থগিত হয়ে গিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ভারতীয় পড়ুয়া, যাঁদের বিদেশের কলেজগুলি ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসজনিত পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন দেশেই পড়াশোনা করতে চান এবং জেইই (মেন) দিতে চান, তাঁদের আর্জি অনুযায়ী এনটিএ আর একটি শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


অনলাইন অ্যাপ্লিকেশন ফরম জেইইমেন ডট এনটিএ ডট এনআইসি ডট ইন-এ রয়েছে এবং তা ২৪ মে সন্ধে পাঁচটার মধ্যে জমা দেওয়া যাবে। পরীক্ষার ফি অনলাইনে রাত ১১.৫০ পর্যন্ত জমা দেওয়া যাবে।
ট্যুইটারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট পড়ুয়ারা। অনেক পড়ুয়া এনইইটি, মেডিক্যাল এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য একই ধরনের সুযোগের আর্জি জানিয়েছেন।
পরীক্ষার সেন্টার বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সমস্ত পড়ুয়াদের সুবিধা করে দিতে, যাঁরা রাজস্থানের কোটার মতো স্থান নির্বাচন করেছিলেন। যেখানে তাঁরা কোচিং সেন্টারগুলিতে পড়াশোনা করছিলেন, সেখানকার সেন্টারই তাঁরা বেছে নিয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে তাঁরা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। কীভাবে সেন্টার পরিবর্তন করা যাবে বা ইতিমধ্যেই দাখিল করা ফরমে বিভিন্ন বিষয় সংশোধন করা যাবে, তার বিস্তারিত এনটিএ ওয়েবসাইটে রয়েছে।

বহু পড়ুয়াই এখন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের সুবিধা করে দিতে জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন (জেইই) মেন ২০০০ ও ন্যাশনাল এলিজিবিটিলি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) পরীক্ষার জন্য  ন্যাশনাল অভ্যাস নামে একটি নয়া অ্যাপ নিয়ে এল ন্যাশনাল টেস্ট এজেন্সি।
জেইই হয় দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য, অন্যদিকে এনইইটি হল আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রাস এক্সামিনেশন।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছে যে, জেইই মেন ও এনইইটি-দুই পরীক্ষারই   একটি করে পূর্ণ প্রশ্নপত্র (তিন ঘন্টার) ন্যাশনাল অভ্যাস অ্যাপে প্রতিদিন পাওয়া যাবে। মন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অ্যাপ তৈরি করা হয়েছে। পড়ুয়ারা তাঁদের সুবিধা মতো যে কোনও সময়ে প্রস্তুতি পরীক্ষা দিতে পারবেন, সঙ্গে সঙ্গেই জানতে পারবেন স্কোর ও ব্যাখ্যা সহ প্রশ্নের সঠিক উত্তর। একইসঙ্গে বিভিন্ন সেকশনে কত সময় লেগেছে, তারও বিশ্লেষণ জানতে পারবেন।
এনইই টি ২০২০ এক্সামিনেশন হবে আগামী ২৮ জুলাই।

Education Loan Information:

Calculate Education Loan EMI