ভার্জিনিয়া: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর একটু হাওয়া বদলের জন্য বেরিয়ে পড়েছিল ভার্জিনিয়ার একটি পরিবার। পথে দুটি ব্যাগে বোঝাই ১০ লক্ষ মার্কিন ডলার কুড়িয়ে পেল তারা।
সংবাদমাধ্যমে প্রকাাশিত প্রতিবেদন অনুসারে,গত শনিবার ডেভিড ও এমিলি স্যাঞ্চেজ তাঁদের ক্যারোলিন কাউন্টির বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেরিয়েছিলেন। নিজেদের পিক-আপ ট্রাকে চড়ে যাচ্ছিলেন তাঁরা। গাড়ি চালাতে চালাতে মনে হল, গাড়ির চাকায় কিছু একটা চাপা পড়েছে। প্রথমে ভেবেছিলেন আবর্জনা ভরা ব্যাগ। তাও গাড়ি থামিয়ে ব্যাগটি তুলে নেন তাঁরা। সেখানে আরও একটি ব্যাগ পড়েছিল। দুটি ব্যাগই পিক আপ ট্রাকের পিছনে ছুঁড়ে দিয়ে আবার যাত্রা শুরু করেন তাঁরা।
বাড়িতে ফিরে ব্যাগ দুটির কথা মনে হয় তাঁদের। এমিলি জানিয়েছেন, পিক আপ ট্রাক থেকে নামিয়ে ব্যাগটি খুলে দেখেন তাঁরা। ব্যাগটির ভেতরে প্ল্যাস্টিকের কয়েকটি প্যাকেট ছিল। সেখানে ঠিকানা লেখা ছিল ক্যাশ ভল্ট-র মতো কিছু।
ডেভিড ও এমিলি সঙ্গে সঙ্গে কাউন্টির শেরিফের অফিসে যোগাযোগ করেন। সেখানে থেকে ডেপুটিদের পাঠানো হয়।তাঁরা ওই প্যাকেটগুলি খুলে দেখেন এবং জানতে পারেন যে, সেখানে প্রায় ১০ লক্ষ ডলার রয়েছে।
ক্যারোলিন শেরিফের মেজর স্কট মোসের বলেছেন, ওই অর্থ কোথায় পাঠানো হচ্ছিল, তা জানতে পেরেছে কর্তৃপক্ষ। কিন্তু গুচল্যান্ড কাউন্টির একটি রাস্তার মাঝখানে কীভাবে ব্যাগ পড়ে গেল, তা জানা যায়নি। ওই অর্থ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে ব্যাপারে কিছু জানাননি মোসের। কিন্তু এর প্রাপকরা স্যাঞ্চেজদের ভালো রকম পুরস্কার দেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর বেরিয়ে রাস্তায় ১০ লক্ষ ডলার কুড়িয়ে পেলেন ভার্জিনিয়ার দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2020 12:13 PM (IST)
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর একটু হাওয়া বদলের জন্য বেরিয়ে পড়েছিল ভার্জিনিয়ার একটি পরিবার। পথে দুটি ব্যাগে বোঝাই ১০ লক্ষ মার্কিন ডলার কুড়িয়ে পেল তারা।
ফাইল ছবি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -